ফ্র্যাঞ্চাইজি লীগ

প্রথম কুয়ালিফায়ারে টস জিতে বোলিংয়ে সাকিবের গায়ানা

চলমান ক্যারিবি্যান প্রিমিয়ার লিগে ভালো দল সাজিয়েও যেন কিছুতেই মিলছিলোনা হিসাব গায়ানার। প্রথম ৬ ম্যাচের ৪টিতে হেরে প্লে-অফের আশা প্রায় ফুরিয়েই গিয়েছিলো দলটার। তবে শেষ মূহুর্তে সাকিবকে দলে ভিড়িয়ে সেই আশার প্রদীপ নিভেনি বরং পূরন হয়েছে তাদের স্বপ্ন। সাকিব আসার পরেই যেন গোটা দলটা ফিরে পেছে আত্মবিশ্বাস।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা এমাজনের হয়ে টুর্নামেন্টের মাঝে যোগ দেয় সাকিব। যেখানে গায়ানার প্লে-অফ স্বপ্ন ফুরিয়ে যেতে লেগেছিলো সেখানে সাকিবকে নিয়েই স্বপ্ন দেখা শুরু করে গায়ানা। তবে সাকিবও সেটা ফেলেনি।

প্রথম দুই ম্যাচে ‘০’ রান করলেও সাকিব পেয়েছিলেন ৩ উইকেট। জ্যামাইকার বিপক্ষে ব্যাট হাতে ‘০’ রান করলেও বল হাতে ২ উইকেট নেয় সাকিব।

এরপরের ম্যাচে আবারো ‘০’ রান করেন এবং ১ উইকেট শিকার করেন। তবে তৃতীয় ম্যাচে ৩১ রান এবং ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হোন সাকিব। সাকিবের ঘুরে দাঁড়ানোর ম্যাচ ট্রিনিবাগো নাইট রাইডার্সের সাথে ম্যাচটি ছিলো প্লে অফে টিকার বাঁচা-মরা লড়াই। হারলেই স্বপ্নভঙ্গ হতো গায়ানার। তবে সেই গুরুত্বপুর্ন ম্যাচে একাই ভূমিকা রাখেন সাকিব। সেই ম্যাচে ব্যাট হাতে ৩১ রান এবং বল হাতে ৩ উইকেট নিয়ে গায়ানার প্লে অফ নিশ্চিত করে সাকিব। সেই ম্যাচের পারফর্মেন্সে সাকিব ‘ম্যাচ সেরা’ খেতাব অর্জন করেন।

বারবাডোজের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সেরা দুইয়ে ওঠার লড়াইয়ে সাকিবের অর্ধ-শতক গায়ানাকে এনে দেয় সহজ জয়। সেই ম্যাচেও ম্যাচ সেরা হোন সাকিব। আজ সেই বারবাডোজের বিপক্ষেই মাঠে নামছে সাকিবের গায়ানা। আজ জিতলে সরাসরি ফাইনালে চলে যাবে সাকিবরা, আবার হারলে দ্বিতীয় কুয়ালিফাইয়ারে জেতা দলের সাথে জিতে যেতে হবে ফাইনালে।

ফাইনালে ওঠার গুরুত্বপুর্ন ম্যাচে দলের বড় ভরসা সাকিব একাদশে খেলছেন। দেখে নিন সাকিব ছাড়াও যারা আছে আজকের ম্যাচেঃ

গায়ানা আমাজন ওয়ারিয়র্স (প্লেয়িং ইলেভেন): রহমানুল্লাহ গুরবাজ (ডাব্লু), চন্দ্রপল হেমরাজ, শাই হোপ, সাকিব আল হাসান, শিমরন হেটমায়ার (সি), রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ, কিমো পল, গুদাকেশ মতি, জুনিয়র সিনক্লেয়ার, ইমরান তাহির

বার্বাডোজ রয়্যালস (প্লেয়িং ইলেভেন): রাহকিম কর্নওয়াল, কাইল মায়ার্স (সি), হ্যারি টেক্টর, আজম খান, নাজিবুল্লাহ জাদরান, জেসন হোল্ডার, ডেভন থমাস (ডব্লিউ), মুজিব উর রহমান, ওবেদ ম্যাককয়, হেইডেন ওয়ালশ, রেমন সিমন্ডস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button