আন্তর্জাতিক ক্রিকেট

পাকিস্তান ম্যাচ নিয়ে বাড়তি চাপ নিতে চায় না রোহিত শর্মা

 

এশিয়া কাপের পর্দা উঠছে ২৭ আগস্ট, ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ অবশ্য ২৮ আগস্ট। তবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মাঠের লড়াইয়ে নামার আগে ম্যাচটি ঘিরে আলোচনার অন্ত নেই। চলছে কাটা ছেঁড়া, নানা বিচার বিশ্লেষণ। তবে চাপ না নিয়ে ভারতীয় কাপ্তান রোহিত শর্মা আছেন বেশ শান্তই। ম্যাচটিকে দেখছেন অন্য আট দশটি ম্যাচের মতোই।

রাজনৈতিক অস্থিরতার প্রভাবে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। এমনকি আইপিএলে থাকে না কোনো পাকিস্তানি ক্রিকেটার, ধারাভাষ্যকারও। দুই দলের কালে ভদ্রে দেখাটা হয় কেবল আইসিসি ও এসিসি ইভেন্টে।

টি-টোয়েন্টিতে সর্বশেষ দেখা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। এবার এশিয়া কাপ দিয়ে আবার মুখোমুখি হবে ভিরাট কোহলি, বাবর আজমরা। এই ফরম্যাটে একক আধিপত্য ভারতীয়দের। মুখোমুখি হওয়া ৯ ম্যাচে ৭ টিতেই জিতেছে ভারত। তবে সর্বশেষ ম্যাচে দাপট দেখিয়েই জিতেছে পাকিস্তান। দুবাইতে ১০ উইকেটের ব্যধানে জিতেছে তারা।

যদিও সেসব এক পাশে রেখেই একই মাঠে ২৮ আগস্ট একে অপরের মোকাবেলা করবে ভারত, পাকিস্তান। সাবেক ক্রিকেটার ছাড়াও ক্রিকেট বিশ্লেষকরা অবশ্য এই ম্যাচ নিয়ে দিচ্ছে নিজেদের মতামত। কেউ ভারতকে তো কেউ পাকিস্তানকে রাখছে এগিয়ে।

কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা দূরে থাকতে চান আলোচনা থেকে। বরং অন্য আট দশটি ম্যাচের মতো শান্ত থেকেই চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে লড়তে চান। তবে ম্যাচটি কঠিন চাপের হতে যাচ্ছে সেটা অস্বীকার করেননি।

তিনি বলেন, ‘প্রত্যেকেই এই ম্যাচের দিকে তাকিয়ে আছে। খুব চাপের ম্যাচ হতে যাচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই। তবে দলের মধ্যে হালকা পরিবেশ রাখতে চাই। এই ম্যাচ নিয়ে খুব ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। যারা কোনও দিন পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি বা মাত্র একটি-দু’টি ম্যাচে খেলেছে, তাদের ভাল করে এই ম্যাচের গুরুত্ব বোঝাতে চাই। আমরা পাকিস্তানকে অন্য যে কোনও সাধারণ বিপক্ষের মতোই দেখছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button