ফিচার

পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় আরব আমিরাতের অধিনায়ক

আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ওভারে ৭ রানের জয় পায় বাংলাদেশ। আরব আমিরাত হারলেও ম্যাচে ঠিকই দাপট দেখিয়েছে তারা।

আইসিসি টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১৩তম অবস্থানে রয়েছে আরব আমিরাত। বিশ্বকাপ নয়, হংকং এর সাথে হেরে এশিয়া কাপ খেলার স্বপ্নও ফুরিয়েছিলো দলটির। তবে বড় কোন দলের সাথে গত ২ বছর খেলার সুযোগ পায়নি দলটি যা তাদের ভালো কিছু প্রমান করতে সাহায্য করেনি।

বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আরব-আমিরাতকে বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে আরব-আমিরাতকে যতটা সহজ করে নিয়েছিলো বাংলাদেশ, প্রকৃত আরব-আমিরাত তার চেয়েও শক্তিশালী দল যার প্রমান মিলেছে তাদের ফিল্ডিংয়ে। অসাধারন বোলিংয়ের পাশাপাশি দারুন ফিল্ডিংয়ে তালুবন্দি করেছে কঠিন ক্যাচ ও কঠিন বাউন্ডরি আটকেছে সাদ্ধমত। আরব-আমিরাতের ফিল্ডিং চলাকালীন বোঝার উপায় ছিলোনা যে তারা র‍্যাংকিং এর ১৩তম অবস্থানে থাকা দল।।

জিততে জিততেও শেষ মূহুর্তে পরাজয় বরণ করেছে আরব-আমিরাত। শেষ ওভার পর্যন্ত টিকিয়ে রেখেছিলো জয়ের আশা। তবে এমন পারফর্মেন্স করে আত্মবিশ্বাস বেড়েছে আরব আমিরাতের। ম্যাচ শেষে এমনটিই বলেছেন আরব-আমিরাতের অধিনায়ক রিজওয়ান।

ম্যাচ শেষে আরব আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ান বলেন, “পারফম্যান্স নিয়ে অনেকটাই খুশি। আমাদের দাপট ছিল। তবে, উন্নতির জায়গা সবসময়ই থাকে। ছোট ছোট বিষয় শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। আমরা এই ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে ঘুরে দাঁড়াবো।”

আইসিসির সহযোগী দেশ আরব আমিরাত। বড় দলগুলোর বিপক্ষে তাদের খুব একটা খেলা হয় না। তাই খেলায় উন্নতি জন্য বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলতে চান আমিরাত অধিনায়ক রিজওয়ান।

তিনি আরও বলেন, “ক্যাচ হাতছাড়া করলে ভালো ব্যাটাররা সেই সুযোগ কাজে লাগাবে। তবে, আমাদের ছেলেরা ব্যাট হাতে ভাল করেছে। মাঝখানে অনেক উইকেট হারিয়ে ফেলেছে, তবে শুরুটা ভালো ছিলো। আমরা যদি বাংলাদেশের মতো মানসম্পন্ন দলের বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলি, আমাদের ক্রিকেটের অনেক উন্নতি হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button