ক্রিকেট ফ্যাক্ট

নিজের সফলতার রহস্য গোপন রাখতে চান লিটন

খুব বেশিদিন আগের কথা নয়, লিটন দাসকে দুয়ো শুনতে হয়েছে বাংলাদেশ দলের একাদশে থাকার জন্য। ব্যাট হাতে রানখরায় ভুগতে থাকা লিটনকে একাদশে রাখা নিয়ে যখন সমালোচনা তুঙ্গে তখন নিজেকে যেন নতুন মোড়কে বাইশ গজে চিনিয়েছেন লিটন দাস।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেও দ্বিতীয় তেস্টে খেলেছেন ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস। চলতি বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সব ব্যাটারকে ছাড়িয়ে শীর্ষে উঠে এসেছেন লিটন দাস।

তার এমন সফলতার রহস্য জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন নিজের অনুশীলনের ধরণ পরিবর্তন করেছেন তিনি। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, ‘’আপনারা ভালো বলতে পারবেন। আমার কাছে মনে হয় প্র্যাকটিসের মেথডটা চেঞ্জ হয়েছে। কীভাবে বিশ্লেষণ দিব এটা? আপনি তো বুঝবেনও না কোন প্র্যাকটিস কেমন। এটা বিশ্লেষণ করাও যাবে না।‘’

হঠাত করেই লিটনের এমন আমুল পরিবর্তনের রহস্য অবশ্য খোলাসা করেননি তিনি। নিজেকে পরিবর্তনের কথা জানিয়ে লিটনের ভাষ্য, ‘’এটা বলা খুবই কঠিন। পরিবর্তন হয়েছে বলতে পারি, কী কী বদলেছি বলতে পারব না। এ জিনিসটা আমার ভেতরেই থাক।‘’

বাংলাদেশ দলের সাবেক ব্যাটিং কোচ প্রিন্স অ্যাশওয়েলের সান্নিধ্যে এসেই লিটন নতুন করে ভাবতে শুরু করেন টেস্ট ক্রিকেট নিয়ে। একটা সময় নিজের পূর্বের পরিসংখ্যান বিবেচনা করে নতুন করে পারফর্ম করার চেষ্টা করলেও এখন আর পেছনে ফিরে তাকান না বলেও জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

টেস্ট ক্রিকেটের প্যাটার্ন এখন ধরতে পেরেছেন মন্তব্য করে যোগ করেন, ‘’আমি এখন বুঝি টেস্ট ক্রিকেটের প্যাটার্ন কেমন, কতক্ষণ ধরে ব্যাট করলে ইনিংস বড় হবে। প্রিন্স যে জিনিসটা আমাকে বুঝেছিল সেটা অনেকটাই কাজে এসেছে। আমি ঐ জিনিসটা এখনও অনুসরণ করি। আর আগে যখন পরিসংখ্যান দেখতাম, দেখতাম খুব ব্যাকফুটে আমি। ওখান থেকে চ্যালেঞ্জ ছিল সামনে এগোনোর। এখন আর দেখি না, কারণ এখন সামনে এগিয়ে যাওয়ারই চিন্তা। জানি না কতদূর যেতে পারব।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button