এশিয়া কাপ

নাইমের ঘুরে দাঁড়ানোর গল্প হোক এশিয়া কাপে

নাইম শেখ বাংলাদেশ দলের জার্সিতে ৪ টি ওয়ানডে ম্যাচে যার রান মাত্র ১০ গড় ৩ এর একটু বেশি। খালি চোখে আপনার তাকে এই ফরম্যাটে অযোগ্য মনে হতেই পারে। বিপিএলটা নাইম তার মতো কাটাতে পারেন নি। তবে রংপুর এর হয়ে অনুশীলনে যথেষ্ট ঘাম ঝরিয়েছেন।

এরপর ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে যার প্রতিফলন করলেন মাঠের খেলায়। এক পাশে ওপেনার হিসেবে পেলেন এনামুল হক বিজয়কে। যিনি গত সিজনে এক হাজারের উপরে রান করে রেকর্ড করেছেন। অবশ্য নাইম তার আড়ালে ঢাকা পড়ে যান নাই।

দারুণ একটা সিজনই কাটালেন ১৬ ম্যাচে করলেন ৯৩২ রান গড় ৭২ এবং স্ত্রাইকরেট ৯২ অর্ধ শতক ১০ টি ,শতক ১ টি। নাইম যেন নিজেকে নতুন করে চেনালেন তার পদক্ষেপটা। ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে শিরোপা জেতাতে হয়েছেন আসরের সর্বাধিক রান করা ব্যাটার। এরপরই আফগানিস্থান এর সাথে জাতীয় দলে সুযোগ পান করেন ৯ এবং ০। এরপর ইমারজিং এশিয়া কাপে ২২,১৮,৩৮ এবং অপরাজিত ৪৭।

জাতীয় দলের হয়ে এশিয়া কাপে নির্বাচকরা ভরসা রাখলেন তার উপর। তামিম ইকবাল নেই জ্বর এর জন্য লিটন ও শ্রীলঙ্কার সাথে ম্যাচটা মিস করবেন। নাইমের জন্য অনেক বড় সুযোগ কাজে লাগাতে হবে নাহয় হয়তো লম্বা সময়ের জন্য বের হয়ে যেতে হবে দল থেকে। তাকে অবশ্য অযোগ্য ভাবার সুযোগ নেই। ৮৪ লিস্ট এ ম্যাচে ৩৬৬২ রান প্রায় ৪৭ গড় ও ৮৮ স্ট্রাইকরেটে, অর্ধ শতক ২৭ টি ও শতক ৭ টি। এরকম একজন জাতীয় দলে সার্ভিস দিতে না পারলে আক্ষেপ হওয়ারই কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button