ক্রিকেট ফ্যাক্টবাংলাদেশ ক্রিকেট

‘দূর্বলদের জন্য ক্রিকেট না’

বিপিএলের গত আসরে চমক দেখিয়েছিলেন ওপেনার মুনিম শাহরিয়ার। ফলে বিপিএলের পরেই আফগানদের সাথে হোম সিরিজে ডাক পেয়েছিলেন তিনি। সেখানে জ্বলে উঠতে ব্যার্থ হলে হারারেতে জিম্বাবুয়ে সিরিজেও পাঠানো হয় তাকে। সেখানেও ব্যার্থ হোন মুনিম।

টানা ৫ ম্যাচে ৩৫ রান করে ব্যার্থতার পরিচয় দেন মুনিম শাহরিয়ার। যার ফলে জাতীয় দল থেকে বাদ পড়তে হয় তাকে। সেখান থেকে আর দলে সুযোগ হয়নি তার। তবে আজ তিনি তার অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি বার্তা লিখেন যা ভাবিয়ে তুলেছে ভক্তদের।

তিনি লিখেছেন, ‘দূর্বলদের জন্য ক্রিকেট না। এতো এতো ছেলে প্র্যাক্টিস করে । খেলে কিন্তু ১১ জনই। অনেক সময় সবাইকে সুযোগ দেয়া যায়না ।আসলে আমাদের বাস্তবতা বোঝা খুবই প্রয়োজনীয় । অনেক ছেলেকে দেখেছি দিনের পর দিন নিজের বাসা ছেড়ে প্রাকটিস করে অনেক দূরে , ঢাকা লীগ এ সুযোগের আশায়।’

তিনি আরো লিখেন, ‘নিজের বুঝতে হবে টাকা পয়সা খরচ, সময়ের মূল্য সম্পর্কে। একটা একাডেমি তে ৪০০/৫০০ জন প্র্যাক্টিস করে। প্লেয়ার কিন্তু বের হয় ২/৩ জন। নিজেকে চিনা টা খুব ইম্পোর্টেন্ট এখানে যে , আমাকে দিয়ে আসলেই হবে কিনা। আমি সময় ,অর্থ অযথা ব্যায় করতেছি কিনা, আমার ট্যালেন্ট আছে কিনা।’

নিজের ব্যার্থতার কথাও তুলে আনেন তিনি। তিনি বলেন, ‘হয়তো উপরওয়ালা আমাকে রিযিক অন্যভাবে দিবে। লাইফ নিয়ে হতাশ হয়ে ব্যাট পুড়িয়ে ফেলা, কিংবা সুইসাইডাল চিন্তাভাবনা খুবই দু:খজনক। আমার দেখা অনেক অভিজ্ঞতা থেকে বলতেছি। কারন আমি এসব ছেলেদের অনেক কাছে থেকে দেখেছি। তাদের জন্যই এসব বলা। সবাই ভালো থাকুক, সবার জীবন সুন্দর হোক।’ 

তবে এমন মন্তব্যে অনেকে সমালোচনা করেছেন কমেন্টে যার প্রতিউত্তরও দিয়েছে এই ওপেনার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button