ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

ড্রাফটের আগেই বিদেশি তারকাদের মেলা বসালো বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের জন্য বরিশালে যুক্ত হলেন আরও দুই বিদেশি তারকা। এ নিয়ে মোট চারজন বিদেশি ক্রিকেটারকে স্কোয়াডে নিল সাকিবের দল।

বিপিএলের অষ্টম আসর শুরুর এখনও বাকি এক মাসেরও বেশি সময়। জানুয়ারির ২০ তারিখ থেকে হতে যাওয়া এই টুর্নামেন্টকে ঘিরে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে নিজেদের অবস্থান শক্ত করতে শুরু করেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ইতোমধ্যে নিশ্চিত করেছে ফাফ ডু প্লেসিস, সুনীল নারাইন এবং মঈন আলিকে। সিলেট তাদের দলে নিয়েছে ডেভিড মিলারকে। এছাড়া চট্টগ্রাম চেলেঞ্জার্স তাদের স্কোয়াডে যুক্ত করতে যাচ্ছে ক্রিস গেইলকে। দলে বিদেশি ক্রিকেটার ভেড়ানোর দৌড়ে অবশ্য অন্যান্য দলগুলো থেকে কিছুটা এগিয়ে রয়েছে বরিশাল।

আসন্ন বিপিএলে বরিশাল তাদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে। একইসাথে কোচিং প্যানেলের অন্য সদস্য হিসেবে রয়েছেন নাজমুল আবেদিন ফাহিম।

অলরাউন্ডার সাকিবকে আইকন হিসেবে দলে নেয়ার পর বরিশাল চমক দেখিয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল এবং ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংসকে দলে ভিড়িয়ে। স্যাম বিলিংসের সাথে চট্টগ্রাম চেলেঞ্জার্স কথাবার্তা কিছুটা এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত বরিশাল তাদের দলে নিয়েছে এই ইংলিশ ক্রিকেটারকে।

আন্দ্রে রাসেলের সাথে সাকিব আল হাসানের বোঝাপড়া বেশ আগে থেকেই ভালো ছিল। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল মাতিয়েছিলেন এই দুইজন। সর্বশেষ আইপিএলেও একই দলের হয়ে খেলেছিলেন সাকিব এবং রাসেল। তাই বরিশালেও তাদের ক্যামেস্ট্রি দলকে সফলতা এনে দিতে পারে।

বরিশাল সর্বশেষ চমক দিয়েছে দলে আরও দুই বিদেশি তারকাকে ভিড়িয়ে। গোটা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগ মাতানো আফগান স্পিনার মুজিব উর রহমানকে দলে নিয়েছে বরিশাল। সেই সাথে দলে যুক্ত হয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা লঙ্কান অলরাউন্ডার গত টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার জার্সিতে বল হাতে হ্যাটট্রিক করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button