ডেভ হোয়েটমোরের সেরা একাদশে সাকিব আল হাসান
হোয়েটমোরের সেরা একাদশে সাকিব আল হাসান

ক্রিকেটে ডেভ হোয়েটমোর এক অতি পরিচিত নাম। শ্রীলঙ্কায় জন্ম নিলেও অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমেছিলেন হোয়েটমোর। সত্তরের দশকে অস্ট্রেলিয়া দলের জার্সিতে অবশ্য খুব বেশি ম্যাচ খেলা হয়ে ওঠেনি তার। তবে ক্রিকেটার হিসেবে যতটা পরিচিত হোয়েটমোর তারচেয়ে বেশি পরিচিত সফল কোচ হিসেবে।
বাংলাদেশের ক্রিকেটের সাথে ডেভ হোয়েটমোরের নামটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। থাকবেই বা না কেন! টাইগারদের ক্রিকেটের উত্থানের গল্প লেখার শুরুটা যে হয়েছিল এই হোয়েটমোরের হাত ধরেই। ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্বে থাকা হোয়েটমোর বাংলাদেশ ক্রিকেট দলের হাতেখরি করেছিলেন বলা চলে।
হোয়েটমোরের অধীনে থাকা বাংলাদেশ দল প্রথম টেস্ট ম্যাচে জয়ের দেখা পেয়েছিল ২০০৫ সালে। আইসিসি র্যাংকিংয়ে সেরার তালিকায় থাকা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কিংবা ২০০৭ বিশকাপে শচীন-শেবাগদের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়ার অন্যতম কারিগর ছিলেন এই হোয়েটমোর।
[আরও পড়ুন: মুশফিকুর রহিমের ক্যারিয়ারের সেরা ১৫টি মুহূর্ত]
সময় গড়ানর সাথে সাথে হোয়েটমোরের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে বাংলাদেশের ক্রিকেটের। তবে বাংলাদেশের ক্রিকেটের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন হলেও এখনও পুরনো শিষ্যদের মনে রেখেছেন এই কোচ। রাখতে যে হবেই! কেননা বাংলাদেশের পতাকা বিশ্ব দরবারে তুলে ধরার মত ক্রিকেটারও যে বেরিয়ে এসেছে সময়ের ব্যবধানে।
ইএসপিনক্রিকইনফো’কে দেয়া এক সাক্ষাৎকারে ডেভ হোয়েটমোর তার পছন্দের সেরা টেস্ট একাদশের কথা জানিয়েছেন। যেখানে রয়েছে সাকিব আল হাসানের নামও। হোয়েটমোরের খেলা ও তার কোচিং করানো দলগুলোর মধ্যে সেরা টেস্ট একাদশ বাছাই করতে গিয়ে হোয়েটমোর সাকিবের একাদশে থাকা প্রসঙ্গেও কথা বলেন।
হোয়েটমোর জানান, ‘’আমি জানতাম সে (সাকিব আল হাসান) বাংলাদেশকে লম্বা সময় প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। কারণ ও সেভাবেই এগোচ্ছিল। ওয়ানডে ক্রিকেটে সে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শুরুতে দেখা গিয়েছিল সে বোলিং, ব্যাটিং দুই বিভাগেই কিছুটা দক্ষ। কিন্তু ২০০৯ সালে যখন অলরাউন্ড র্যাংকিংয়ে শীর্ষে উঠে আসলো তার দক্ষতার প্রমাণ মিলতে লাগলো। সময়ের সাথে সাথে সে বেশ আত্ববিশ্বাসী হয়েছে, একজন ত্রিমাত্রিক ক্রিকেটার এবং বিশ্বের সের অলরাউন্ডার।‘’
হোয়েটমোরের খেলা ও কোচিং করানো দলগুলোর মধ্যে সেরা টেস্ট একাদশঃ
সনাথ জয়সুরিয়া, আজহার আলি, কুমার সাঙ্গাকারা (উইকেট রক্ষক), আরভিন্দ ডি সিলভা, মাহেলা জয়াবর্ধনে, অ্যালান বোর্ডার (অধিনায়ক), সাকিব আল হাসান, চামিন্দা ভাস, রডনি হগ, মুত্তিয়াহ মুরালিধরন ও উমর গুল।
যাদের পক্ষে খেলেছেন ও যাদের বিপক্ষে কোচিং করিয়েছেন তাদের সেরা টেস্ট একাদশঃ
সুনীল গাভাস্কার (অধিনায়ক), মার্ক টেইলর, রিকি পন্টিং, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা, রাহুল দ্রাবিড়, অ্যাডাম গিল্ক্রিস্ট (উইকেটরক্ষক), কপিল দেব, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা।
নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হোন ফেসবুকে।