আইপিএলফ্র্যাঞ্চাইজি লীগ

ট্রফি উন্মোচনে না এসে নতুন বিতর্কে সাকিব

স্বাভাবিক ট্রফি উন্মেচনে আসার কথা দুই দলের দুই অধিনায়কের। ঠিক সময়ে মঞ্চ ও প্রস্তুত ছিল, কিন্তু ফরচুন বরিশালের প্রতিনিধি হিসেবে দেখা যায়নি সাকিব আল হাসানকে। তার জায়গায় এসেছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। আর তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সাকিবের অনুপস্থিতি নিয়ে। উত্তর দিতে গিয়ে সোহান নিজেও এড়াতে পারেননি দোটানা, কাঁপা কাঁপা কণ্ঠে বলেছেন।

বুধবার আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, আমরা সবাই অনুশীলন করেছি। আমার কাছে যেটা মনে হয় সাকিব ভাই হয়তো জিম বা অন্য কোনো ট্রেইনিং করতেছেন, সেকারণেই হয়তো আসতে পারেননি। যার কারণেই আমার এখানে আসা। আমার মনে হয় এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, এর থেকে বেশী আসলে আমি কিছু জানি না।

তবে দিন শেষে রাতে দিনের সব খবর মিথ্যা হলো। বরিশালের টিম ম্যানেজার সাব্বির খানের অসুস্থতার তথ্য, সহ-অধিনায়ক সোহানের জিম তথ্য আর সবশেষ কোচ খালেদ মাহমুদ সুজনের ভালো না লাগার তথ্যের সত্যতা মিললো না। গণমাধ্যমে খবর- সাকিব দিনবর ব্যস্ত ছিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে।

সাকিব একটি কোমল পানীয় কোম্পানীর বিজ্ঞাপন চিত্র নির্মাণ করছেন অমিতাজ রেজা। সেই বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিতেই সাকিব আল হাসান মাঠে আসেননি, অংশ নেননি অফিসিয়াল ফটোসেশনে। অথচ দিনবর বিষয়টি নিয়ে নানা তথ্য সরবরাহ দিয়েছে বরিশাল।

বরিশালের ম্যানেজার সাব্বির খান সাংবাদিকদের জানান, ‘পেটের সমস্যার কারণে সাকিব আসতে পারেননি।’ ফুড পয়জনিং কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ, অমন কিছুই। ম্যানেজারের এমন বক্তব্যের পর সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান সংবাদ মাধ্যমকে বলেন, ঐচ্ছিক অনুশীলন ছিল, সাকিব ভাই অনুশীলন করেছেন। আজ হয়তো জিম করেছেন, সে কারণে হয়তোবা আসতে পারেননি। তাই আমি এসেছি। আর এটা হচ্ছে পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার।

সবশেষ তৃতীয় ব্যক্তি হিসেবে দলের অনুশীলন শেষে বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ‘’আসলে তেমন কিছু না। কাল অনুশীলন করেছে। আজও জিম-টিম করেছে। আমি আসলে অনশীলনের জন্য পুশ করি না সাকিবকে। সে তার খেলাটা জানে। পুরো বিপিএল যদি দেখেন সাকিব ব্যাট করেছেন তিন থেক চারদিন। নিজের মতো করে কাজ করেছে। আজ বলল- ভাল লাগছে না যাব না। আমি বলেছি ঠিকাছে ফাইন।

-আব্দুর রহমান, টাইগারক্রিক ডেস্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button