আন্তর্জাতিক ক্রিকেট

টেস্ট ক্রিকেটে নতুন রেকর্ড নাথান লায়নের

অজি স্পিনার নাথান লায়ন নতুন করে আরও রেকর্ডে নাম লেখিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে স্পিনঘূর্ণিতে জাদু দেখিয়ে নতুন রেকর্ডে তিনি পেছনে ফেলেছেন কপিল দেব কিংবা রঙ্গনা হেরাথের মত কালজয়ী ক্রিকেটারদের।

টেস্ট ক্রিকেটে হালের যেসকল স্পিনার রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন নাথান লায়ন। অভিজ্ঞ এই স্পিনার অজি দলের হয়ে নিয়মিত মাঠ মাতিয়ে দেখিয়ে যাচ্ছেন স্পিনজাদু। যা অব্যাহত ছিল শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টেও।

গল টেস্টে দুই ইনিংসে নাথান লায়ন শ্রীলঙ্কার বিপক্ষে নিয়েছেন ৯ উইকেট। এই ৯ উইকেট দখলে নেয়ার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দশ নম্বরে উঠে এসেছেন লায়ন। এই স্পিনারের বর্তমান উইকেটসংখ্যা ৪৩৬টি। দশম স্থান থেকে নবম স্থানে উঠে আসতে হলে লায়নকে নিতে হবে মাত্র ৪ উইকেট। থাকা ডেল স্টেইনকে পেছনে ফেলে তিনি উঠে যেতে পারবেন নয় নম্বরে।

টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলঙ্কার সাবেক স্পিনার মুত্তিয়া মুরলিধরন। কিংবদন্তি এই স্পিনার তার ক্যারিয়ারে সাদা পোশাকে নিয়েছেন ৮০০ উইকেট। সদ্য প্রয়াত অজি লেগি শেন ওয়ার্ন রয়েছেন এই তালিকার দুই নম্বরে। তিনি টেস্ট ক্রিকেটে দখলে নিয়েছিলেন ৭০৮ উইকেট।

তালিকার তিন নম্বরে রয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। বর্তমান সময়েও মাঠ মাতানো এই পেসারের উইকেটসংখ্যা ৬৫১টি। ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে রয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার চার নম্বরে। তার দখলে রয়েছে ৬১৯টি উইকেট।

এক নজরে দেখে নেয়া যাক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারি দশ বোলারের তালিকা।

১. মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)- ৮০০
২. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)- ৭০৮
৩. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)- ৬৫১
৪. অনিল কুম্বলে (ভারত)- ৬১৯
৫. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)- ৫৬৩
৬. স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড)- ৫৪৯
৭. কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ)- ৫১৯
৮. রবিচন্দ্রন অশ্বিন (ভারত)- ৪৪২
৯. ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)- ৪৩৯
১০. নাথান লায়ন (অস্ট্রেলিয়া)- ৪৩৬।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button