ক্রিকেট ফ্যাক্টবাংলাদেশ ক্রিকেট

টি-২০ ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বনিম্ন রানের ৫ ইনিংস

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচ টি-২০ সিরিজে বাংলাদেশ দল হেরেছে সব কয়টি ম্যাচেই। কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ হবার পর এক ইনিংসে সর্বনিম্ন রানের রেকর্ডে নতুন করে আবারও নাম লেখিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের টি-২০ ইতিহাসে সর্বনিম্ন রানের ৫টি ইনিংসের মধ্যে ৩টিই আবার রয়েছে এই নিউজিল্যান্ডের বিপক্ষেই!

এক নজরে দেখে নেয়া যাক আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বনিম্ন রানের ৫টি ইনিংস

৫। বাংলাদেশ বনাম পাকিস্তান (২০১১)

২০১১ সালে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে একমাত্র টি-২০ ম্যাচে পাকিস্তান দল প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ১৩৫ রান। এর জবাবে খেলতে নেমে শুরু থেকেই টাইগারদের ব্যাটিং অর্ডারে ধস নামান পাকিস্তান বোলাররা। নির্ধারিত ২০ ওভারে এদিন বাংলাদেশের ইনিংস থেমেছিল ৯ উইকেট হারিয়ে মাত্র ৮৫ রানে। যা সর্বনিন্ম রানের ইনিংসের মধ্যে রয়েছে ৫ নম্বরে।

৪। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ)

২০০৭ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের মত পরাশক্তির দলকে। টি-২০ ফরম্যাটে নবীন বাংলাদেশ দল অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ভরাডুবি দেখেছে। ওই বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৪৫ রানের পুঁজি পেয়েছিল শ্রীলঙ্কা। মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ দল অবশ্য নিজেদের রান তিন অঙ্কের ঘরে নিয়ে যাবার আগেই গুটিয়ে গিয়েছিল চামিন্দা ভাস-জয়াসুরিয়াদের বোলিংয়ের সামনে। ইনিংসের ১৫ ওভার ৫ বল মোকাবেলা করে বাংলাদেশ দলের ইনিংস এদিন থেমেছিল মাত্র ৮৩ রানে।


৩। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (২০১০)

টি-২০ ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বনিম্ন স্কোরের তালিকার তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১০ সালের ম্যাচটি। সিরিজের একমাত্র টি-২০ ম্যাচে বাংলাদেশ দল ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। জেকব ওরাম-ড্যানিয়েল ভেট্টোরিদের বোলিং তোপে বাংলাদেশ দল ইনিংসের ১৫ বল বাকি থাকতেই ওইদিন গুটিয়ে গিয়েছিল মাত্র ৭৩ রানে। জবাবে নিউজিল্যান্ড ম্যাচ জিতে নিয়েছিল কোনো উইকেট না হারিয়েই।

২। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (২০২১)

সদ্য সমাপ্ত বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরটা কেটেছে দুঃস্বপ্নের মত। এই সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-২০ ম্যাচের সবগুলোতেই হেরে দুই সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। টি-২০ সিরিজের শেষ ম্যাচে এসে বৃষ্টি বাগড়া দিলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ১০ ওভারে। প্রথমে ব্যাট করতে নেমে ফিন অ্যালেন ও মার্টিন গাপটিলের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ১০ ওভারে কিউইরা ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তুললেও ইনিংসের ৩ বল বাকি থাকতে বাংলাদেশ দল গুটিয়ে গেছে মাত্র ৭৬ রানে।

১। বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ)

টি-২০ ক্রিকেটে বাংলাদেশ দলের সর্বনিন্ম রানে আউট হবার রেকর্ডটি নিউজিল্যান্ডের বিপক্ষেই। ভারতে অনুষ্ঠিত ২০১৬ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দল বাছাই পর্বের বাধা পেরিয়ে মূল পর্বের লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল।

কলকাতার ইডেন গার্ডেন্সে এদিন প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড দল ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৫ রান তোলে। জবাবে খেলতে নেমে শুরু থেকেই গ্র্যান্ট এলিয়ট ও ইশ শোধির বোলিং তোপে পড়ে বাংলাদেশ দল। মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান ও শুভাগতহোম ছাড়া বাকি ব্যাটসম্যানরা নিজেদের রান দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে না পারলে বাংলাদেশ দল এদিন অলআউট হয়েছিল মাত্র ৭০ রানে। যা টি-২০ ক্রিকেটে বাংলাদেশের সর্বনিন্ম দলীয় স্কোর।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button