আন্তর্জাতিক ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ শুরু কাল থেকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ অষ্টম আসরের মূল লড়াইয়ে নামার আগে আগামীকাল থেকে ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নামছে অংশগ্রহণকারী ১৬টি দল।

প্রথম দিন রয়েছে দুইটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে লড়বে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও সংযুক্ত আরব আমিরাত। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ড। দুইটি ম্যাচই হবে মেলবোর্নে।

১০,১১, ১২ ও ১৩ অক্টোবর টানা ম্যাচের পর ৪ দিনের বিশ্রাম পাবে দলগুলো। এরপর ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া-ভারত বিগ ম্যাচের মাধ্যমে আবারো মাঠে গড়াবে ম্যাচ। সেই দিন ৩ ভেন্যূতে খেলবে মোট ৬টি দল।

এরপর আবার একদিনের গ্যাপে ১৯ তারিখ দক্ষিন আফ্রিকার সাথে লড়বে বাংলাদেশ। একই দিন পাকিস্তানও লড়বে আফগানদের সাথে ও কিউইরা লড়োবে ভারতের সাথে। ত্রি-দেশীয় সিরিজে প্রস্তুতির সুযোগ থাকায় শেষের দিকে ওয়ার্ম আপে খেলবে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

এক নজরে দেখে নিন বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচের সূচি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-ম্যাচের সূচি:

১০ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত, জাংশন ওভাল
১০ অক্টোবর : স্কটল্যান্ড-নেদারল্যান্ডস, জাংশন ওভাল
১১ অক্টোবর : শ্রীলংকা-জিম্বাবুয়ে, এমসিজি
১১ অক্টোবর : নামিবিয়া-আয়ারল্যান্ড, এমসিজি
১২ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস, এমসিজি
১৩ অক্টোবর : জিম্বাবুয়ে-নামিবিয়া, জাংশন ওভাল
১৩ অক্টোবর : শ্রীলংকা-আয়ারল্যান্ড, জাংশন ওভাল
১৩ অক্টোবর : স্কটল্যান্ড বনাম সংযুক্ত আরব আমিরাত, এমসিজি
১৭ অক্টোবর : অস্ট্রেলিয়া-ভারত, গাব্বা
১৭ অক্টোবর : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৭ অক্টোবর : ইংল্যান্ড-পাকিস্তান, গাব্বা
১৭ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর : আফগানিস্তান-পাকিস্তান, গাব্বা
১৯ অক্টেবার : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, অ্যালান বোর্ডার ফিল্ড
১৯ অক্টোবর : নিউজিল্যান্ড-ভারত, গাব্বা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button