ক্রিকেট ফ্যাক্ট

টি-টোয়েন্টিতে গিলক্রিস্টের চোখে সেরা পাঁচ ক্রিকেটার

অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার আড্যাম গিলক্রিস্ট। তিনি ব্যাট হাতে ও উইকেট গ্লাভস উভয় দিকেই ছিলেন দারুন সফল। সাদা বলের ক্রিকেটে অনেকে তাকে অস্ট্রেলিয়ার কিংবদন্তী হিসেবে চিনে থাকেন। তিনি অস্ট্রেলিয়াকে এনে দিয়েছিলেন বিশ্বকাপ জেতার স্বাদ।

তবে টি-টুয়েন্টি ফরম্যাটেও অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান আড্যাম গিলক্রিস্ট। এই ফরম্যাটে তার ১৪০ ঊর্ধ্ব স্ট্রাইক রেট প্রমান করে যে তিনি কতটা বিধ্বংসী এই ফরম্যাটে। তবে ক্রিকেটকে বিদায় জানালেও তিনি এখনো সাথে থাকেন ক্রিকেটের নানান ধারাভাষ্য ও বিশ্লেষনের মাধ্যমে।

সাবেক এই উইকেটকিপার-ব্যাটার এখন ফক্স ক্রিকেট ধারাভাষ্যকার। এই বাঁহাতি বিশ্বকাপকে সামনে রেখে তাঁর পছন্দের পাঁচটি ভিন্ন দেশের খেলোয়াড়দেরকে বেছে নিয়েছেন:

১) ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)- (আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং: ৪৯তম)

“সে (ওয়ার্নার) টপ অর্ডারদের শীর্ষে আছে”, গিলক্রিস্ট বলেন, “তার আক্রমণাত্মক মনোভাব, যেভাবে সে ইনিংস শুরু করে (মারকুটে ভঙ্গিতে) সেটি নিয়েই আমি চিন্তা করি। এবং আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সে যে আত্মবিশ্বাস পাবে।”

২) বাবর আজম (পাকিস্তান)- (আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিং: ৩য়)

“সব ফরম্যাটেই তার বহুমুখিতা রয়েছে। এমনকি টি-টোয়েন্টি ফরম্যাটেও সব কন্ডিশনের মতো আমি মনে করি সে খুব ভালো খেলতে পারে,” পাকিস্তানের অধিনায়ককে নিয়ে বলেন গিলক্রিস্ট।

৩) হার্দিক পান্ডিয়া (ভারত) – (আইসিসি টি-টোয়েন্টি অল-রাউন্ডার র‍্যাঙ্কিং: ৪র্থ)

গিলক্রিস্ট বলেন, “পান্ডিয়া পুরো বোর্ড জুড়ে একজন দুর্দান্ত ব্যক্তিত্ব। তার ব্যাটিং, বোলিং, ফিল্ড এবং বিনোদন দেওয়ার ক্ষমতা, সে অবশ্যই সবখানে আছে।”

৪) রশিদ খান (আফগানিস্তান)- (আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাঙ্কিং: ৪র্থ)

গিলক্রিস্ট বলেন, ” যে কোনো টি-টোয়েন্টি দলে সে থাকবেই, তাই নয় কি? সারা বিশ্বে এই ফরম্যাটে বর্ষসেরা ক্রিকেটার। গত এক দশকে রশিদ খান সেখানেই আছে (সবার সেরা)।”

৫) জস বাটলার (ইংল্যান্ড)- (আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিং: ২১তম)

গিলক্রিস্ট যোগ করেন, “আমি জানি ব্যাটিং তালিকা খানিকটা লম্বা, কিন্তু আমার জন্য জস বাটলার (বাটলারকে আমার নিতেই হবে)। সে গতিশীল, তার শক্তি এবং গ্রহণ করার সাহস অসাধারণ। তার আছে দুর্দান্ত স্ট্রোক এবং যা খেলা শেষ করে দেয়।”

গিল ক্রিস্টের এই সেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে নেই কোন বাংলাদেশী ক্রিকেটার। তবে বিশ্বকাপকে সামনে রেখে এমন বিশ্লেষন আভাস দেয় যে এই ৫ ক্রিকেটার এবার চমক দেখাতেই পারেন অস্ট্রেলিয়া হতে যাওয়া আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপে। তবে মাঠের লড়াই তো হয় মাঠেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button