ক্রিকেট ফ্যাক্ট

টি২০ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হজম করেছেন যে পাঁচজন বোলার

গোটা বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটের আধিপত্য দিন দিন যেন বেড়েই চলেছে। আন্তর্জাতিক অঙ্গনে ১৭ বছর পার করা ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট এখন আন্তর্জাতিকের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও জনপ্রিয় টুর্নামেন্ট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের সূত্র ধরে ঘরোয়া ক্রিকেটেও এসেছে সংক্ষিপ্ত ফরম্যাটের এই জনপ্রিয় আসর। দ্বিধাহীনভাবে বলা যেতেই পারে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় ধারার ক্রিকেট।

বিশ্বে আলোচিত ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে রয়েছে আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল, বিপিএল কিংবা সিপিএলের মত টুর্নামেন্টগুলো। এই ধরনের টুর্নামেন্টের ফলে ক্রিকেটারদের যেমনি বাড়তি আয়ের পথ সুগম হয়েছে তেমনি দর্শকদের জন্যও মিলেছে বাড়তি বিনোদনের সুযোগ।

সংক্ষিপ্ত ফরম্যাটে বোলারদের তুলোধুনো করছেন নিয়মিত এমন ব্যাটসম্যানদের তালিকাটা বেশ লম্বা। তবে এবার দেখে নেয়া যাক এমন পাঁচজন বোলারের তালিকা যারা ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার মার খেয়েছেন।

৫: সুনিল নারাইন

টি-টোয়েন্টি ক্রিকেটে জনপ্রিয় অলরাউন্ডার সুনিল নারাইন। ক্যারিবিয়ান এই ক্রিকেটার বিশ্বের নামী সব ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে একদিকে যেমন গড়েছেন অসংখ্য রেকর্ড তেমনি লজ্জার রেকর্ডেও কম যাননি নারাইন। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সুনিল নারাইন তার ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৩৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে তার উইকেটসংখ্যা ৩৭৯টি। ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিন নম্বরে রয়েছেন এই ক্যারিবিয়ান। এই ফরম্যাটে নারাইন এখন পর্যন্ত ৭৬৮২টি ডেলিভারিতে খরচ করেছেন ৭৭২০ রান। ৩১ বছর বয়সী নারাইন এখন পর্যন্ত বল হাতে দিয়েছেন ২৪৫টি ছক্কা।

৪: ইমরান তাহির

পাকিস্তানি বংশোদ্ভূত লেগস্পিনার ইমরান তাহির দক্ষিণ আফ্রিকার জার্সিতে খেলেছেন দীর্ঘ সময়। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটেও তাহিরের জনপ্রিয়তা রয়েছে বেশ। ব্যাটসম্যানদের বোকা বানিয়ে নিয়মিত উইকেট তুলে নেয়া এই বোলার রয়েছেন এই তালিকার চার নম্বরে। তাহির এখন পর্যন্ত খেলেছেন ২৯০টি টি-টোয়েন্টি ম্যাচ। ৬২০৩টি ডেলিভারিতে তাহির খরচ করেছেন ৭২৪৬ রান। যেখানে তাহিরের বলে ব্যাটসম্যানরা ছক্কা হাঁকিয়েছেন ২৫২ বার।

৩: আন্দ্রে রাসেল

টি-টোয়েন্টি ক্রিকেটে আরেক জনপ্রিয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত এই অলরাউন্ডার টি-টোয়েন্টি এখন পর্যন্ত খেলেছেন ৩২১টি ম্যাচ। এই ৩২১ ম্যাচে রাসেল ৫৪৬০ ডেলিভারিতে ব্যয় করেছেন ৭৫৩২ রান। রাসেলের বলে এখন পর্যন্ত ব্যাটসম্যানরা হাঁকিয়েছেন ২৭৬টি ছক্কা।

২: সাকিব আল হাসান

বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাটে-বলে তিন ফরম্যাটেই শীর্ষস্থান ধরে রেখেছেন লম্বা সময় ধরে। আন্তর্জাতিক অঙ্গন ব্যতীত ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটেও নিয়মিত মুখ সাকিব খেলেছেন আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল কিংবা নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট বিপিএলে। এখন পর্যন্ত সাকিব খেলেছেন ৩০৮টি টি-টোয়েন্টি ম্যাচ। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিব এখন পর্যন্ত নিয়েছেন ৩৫৪ উইকেট। ৭৪৫৯ রান ব্যয় করা সাকিব এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ছক্কার মার খেয়েছেন ২৭৮ বার।

১: ডোয়াইন ব্রাভো

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ক্যারিবিয়ান আরেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো খেলেছেন ৪৫৫টি ম্যাচ। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ৮৮৭৯ ডেলিভারিতে ব্রাভো নিয়েছেন ৪৯৭টি উইকেট। ১২১৯১ রান ব্যয় করা ব্রাভো এখন পর্যন্ত ছক্কার মার খেয়েছেন ৪৩০ বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button