ক্রিকেট ফ্যাক্ট

টিভিতে দেখা যাবে না বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ!

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ফরম্যাটের সিরিজের শুরুটা হতে যাচ্ছে টেস্ট ফরম্যাট দিয়ে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আগামী ১৬ জুন। তবে সিরিজের সময় ঘনিয়ে আসলেও এখনও শঙ্কা কাটেনি বাংলাদেশে এই সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করার। অর্থাৎ টেলিভিশনে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের খেলাগুলো দেখা নিয়ে যে শঙ্কা রয়েছে তার সমাধান হয়নি।

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধকার এই সিরিজের খেলাগুলোর টিভিসত্ত্ব কিনেছে টোটাল স্পোরর্টস মার্কেটিং (টিএসএম)। এই প্রতিষ্ঠানের কাছ থেকেই ফিড কিনে বাংলাদেশে টেলিভিশনে খেলাগুলো সম্প্রচার করার কথা ছিল।

তবে শেষ পর্যন্ত এই প্রতিষ্ঠানটির সাথে ব্যবসায়ীক দ্বন্দ্ব দেখা দিয়েছে টিভি চ্যানেলগুলোর। প্রতিষ্ঠানটির কাছ থেকে ফিড কিনতে এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল। ফলে এই সিরিজের খেলাগুলো বাংলাদেশ থেকে দেখা নাও যেতে পারে।

এদিকে সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে কথা বলেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভির আহমেদ টিটু। তিনি জানিয়েছেন এ ব্যাপারে বোর্ডের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, ‘’আসলে আমরা যখন কোনো সিরিজ খেলতে দেশের বাইরে যাই, তখন সেটা নির্ভর করে সে দেশের বোর্ড ও তাদের ব্রডকাস্টারদের উপর। এখানে বিসিবির কোনো হাত থাকে না। আমরা কেবল অনুরোধ করতে পারি সংশ্লিষ্ট বোর্ডকে যেন আমাদের দেশে সম্প্রচার করতে পারে। এছাড়া আমাদের আনুষ্ঠানিকভাবে কিছুই করার থাকে না।‘’

ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজের খেলাগুলো দেশের কোটি ক্রিকেটভক্ত মিস করবেন এমনটাও আশা করেন না বিসিবির এই কর্তা। নতুন কোনো উপায় বের করে খেলা সম্প্রচার করবে চ্যানেলগুলো এমনটা প্রত্যাশা করে টিটু যোগ করেন, ‘’তবে আমি আশা করছি আমাদের যেসব চ্যানেল আছে, খেলা সম্প্রচারের সাথে জড়িত তারা কোনো উপায় বের করে আমাদের জনগণের জন্য একটা ব্যবস্থা বের করবে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button