ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের প্রথম ম্যাচে মুখিমুখি হয় সাকিব আল হাসানের ফরচুন বরিশাল ও মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রাম জড়ো করেছে মাত্র ১২৫ রান।  বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২২ এর অষ্টম আসরের পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ব্যাটিং করে ১২৬ রানের টার্গেট দেয় ফরচুন বরিশালকে।

করোনার আক্রান্তের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে বিপিএল মাঝপথে থেমে যাওয়ার আশঙ্কা বেশি। তাও বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সমন্নয়ে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে আজ শুরু করেছে বিপিএলের অষ্টম আসের প্রথম ম্যাচ। ফরচুন বরিশালের ক্যাপ্টেন সাকিব আল হাসান টসে জিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ করেন। স্বল্প ফরম্যাটের এই টুর্নামেন্টে চার-ছক্কার ফুলঝুরি হবার কথা কিন্তু সেখানে বাংলাদেশের হোম অফ ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে চিরচেনা উইকেটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আশানুরূপ খেলা খেলতে পারেনি।

দলীয় অর্ধশতকের পূর্বেই চারটি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় চট্টগ্রাম। শেষের দিকে বেনি হাওয়েলর ২০ বলে ৪০ রানে ভর করে চট্টগ্রাম ৮ উইকেট হারিয়ে ১২৫ রানের চ্যালেঞ্জিং স্কোর করে। চট্টগ্রামের হয়ে নাঈম ইসলাম( ১৫),উইল জ্যাকস (১৬) ও শামিম পাটোয়ারী (১৪) রান করেন। ফরচুন বরিশালের আলজারি জোসেফ ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে ৩ উইকেট, নাইম ইসলাম ২টি, ব্রাভো, সাকিব ও জ্যাক লিনটট ১টি করে উইকেট সংগ্রহ করেন।

জবাবে এই মামুলি টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর উইকেট হারায়, মিরাজ তাকে বোল্ড করে চট্টগ্রামকে প্রথম ব্রেকথ্র এনে দেন। দ্বিতীয় উইকেটে সইকত আলির সাথে যোগ দেন অধিনায়ক সাকিব আল হাসান,তিনিও বেশিক্ষণ তিথু হতে পারেন নি, প্রতিপক্ষ অধিনায়ককে নিজের উইকেট গিফট করেন,হাফবলি বল ক্রস খেলতে গিয়ে বোল্ড হন,অনুসরণ করেন নাজমুল হোসেন শান্তকে। প্যাভিলিয়নে যান ১৭ বলে ১৩ রান করে।

চতুর্থ উইকেটে তাউহুদ হ্রিদয়কে নিয়ে সইকত আলি কিছুটা চেষ্টা করেন প্রতিরোধ গড়ার কিন্ত তাউহিদ হ্রদয় ও সইকতকে সঙ দিতে পারেন নি। ম্যাচের সর্বোচ্চ স্কোরার সইকত আলি মিরাজের বলে ডিপ মিড উইকেটে আউট হওয়ার আগে করেন ৩৯ রান।

এমন পরিস্থিতিতে মিরাজের চট্রগ্রাম যখন জয়ের সুবাস পাচ্ছে, তখন বাধা হয়ে দাঁড়ান জিয়াউর রহমান। ক্রিজে এসেই মারমুখো ভঙ্গিতে রান তুলতে থাকেন জিয়া। এতে মোমেন্টাম হারিয়ে ফেলে চট্টগ্রাম। শেষপর্যন্ত ১৮.৪ ওভার ব্যাট করে ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ২টি চার ও ১টি ছক্কা হাঁকানো জিয়া ১২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে ১০ বলে ১২ রান করে অপরাজিত ছিলেন ডোয়াইন ব্রাভো।

আজ সন্ধ্যা ছয়টায় দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মিনিস্টার ঢাকা মাঠে নামবে।

সংক্ষিপ্ত স্কোর :

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : ১২৫/৮ (২০ ওভার)
হাওয়েল ৪১, জ্যাকস ১৬, নাঈম ইসলাম ১৫,
জোসেফ ৩২/৩ নাঈম ২৫/২, সাকিব ৯/১

ফরচুন বরিশাল : ১২৬/৬ (১৮.৪ ওভার)
সৈকত ৩৯, জিয়া ১৯, শুক্কুর ১৬, ব্রাভো ১২
মিরাজ ১৬/৪, মুগ্ধ ২৫/১

ফল : ফরচুন বরিশাল ৪ উইকেটে জয়ী।

-আব্দুর রহমান, ডেস্ক রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button