ফ্র্যাঞ্চাইজি লীগ

জনপ্রিয় কিছু টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং তাদের বিজয়ী প্রাইজমানি জেনে নিন

আন্তর্জাতিক ক্রিকেটে টি-টুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা রয়েছে অনেক। তাই দর্শকদের মাঝে আরো আনন্দ বয়ে আনতে প্রায় সারা বছরই আয়োজিত হয় নানান ধরনের টি-টুয়েন্টি টুর্নামেন্ট।

তবে এই সকল টুর্নামেন্টগুলো যেমন জনপ্রিয় হয়, তেমনই আবার খরচ করতে হয় কর্তৃপক্ষদের। তবে টি-টুয়েন্টি বিশ্বকাপসহ বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে বিজয়-দলের প্রাইজমানির প্রতি অধিক আকর্ষন থাকে দলগুলোর। সেই সাথে অর্থের পরিমান শোনারও আগ্রহ থাকে ভক্তদের।

তবে বর্তমানের টি২০ জগৎ এ টি-টুয়েন্টি বিশ্বকাপসহ মোট ৭টি ফ্র্যাঞ্চাইজি লিগ অধিক জনপ্রিয়তা অর্জন করেছে যেগুলোর ‘চ্যাম্পিয়নদের’ প্রাইজমানি সম্পর্কে জানা যাক এবার।

টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর বিজয়ী প্রাইজমানির অর্থের পরিমানের দিক থেকে শীর্ষে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএলের চ্যাম্পিয়ন প্রাইজমানির টি-টুয়েন্টি বিশ্বকাপের চেয়েও অধিক।বিসিসিআই আইপিএলের বিজয়ীদের প্রাইজমানিকে প্রদান করেন ২০ কোটি রুপি যা বাংলাদেশী টাকায় প্রায় ২৪ কোটি টাকা।

টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর বিজয়ী প্রাইজমানির অর্থের পরিমানের দিক থেকে দ্বিতীয় অবস্থানে অবশ্য নেই কোন ফ্র্যাঞ্চাইজি লিগ। কারন আইপিএলের পরেই দ্বিতীয় অবস্থানে রয়েছে আন্তর্জাতিক টি২০ টুর্নামেন্ট, টি-টুয়েন্টি বিশ্বকাপ।  টি-টুয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পায় বাংলাদেশী টাকায় ১৬ কোটি টাকা।

টি-টুয়েন্টি বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর বিজয়ী প্রাইজমানির অর্থের পরিমানের দিক তৃতীয় আছে ক্যারিবিয় প্রিমিয়ার লিগ (সিপিএল)। সিপিএলের ‘চ্যাম্পিয়ন’ দল প্রাইজমানি হিসেবে পায় বাংলাদেশী টাকায় প্রায় ১০ কোটি টাকা।

তবে ক্যারিবিয় প্রিমিরার লিগের পরই চতূর্থ অবস্থানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিগ ব্যাশ, পিএসএল ও দ্যি হান্ড্রেডকে ছাপিয়ে বিপিএলের বিজয়ীদের প্রাইজমানি প্রায় সাড়ে ৮ কোটি টাকা। বিপিএলে চ্যাম্পিয়নদের পিছনে বিসিবি প্রাইজমানি হিসেবে খরচ করে এই সাড়ে ৮ লাখ টাকা।

এরপর আছে অস্ট্রেলিয়ার জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ বাশ লিগ (বিবিএল)। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড বিগ ব্যাশে লিগের চ্যাম্পিয়নদের প্রাইজমানি হিসেবে প্রদান করেন প্রায় সাড়ে ৪ লাখ টাকা বাংলাদেশি অর্থে।

বিবিএলের পর আছে পাকিস্তান ক্রিকেট লিগ (পিএসএল)। পিএসএল এর বিজয়ীদের প্রাইজমানি হিসেবে প্রদান করা হয় প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা। তবে সর্বশেষ সপ্তম অবস্থানে আছে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট ‘দ্যা হান্ড্রেড’ যা টি২০ এর সারিতেই বিবেচনা করা হয়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের বিজয়ীদের প্রাইজমানি হিসেবে দেয় দেড় কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button