বিপিএল

চোটের কারনে সেলাই, বিপিএলে অনিশ্চিত তৌহিদ হৃদয়

৩ ইনিংসে ১৯৫ রান, গড় ৬৫, স্ট্রাইক রেট ১৬৬.৬৬! রীতিমত স্বপ্নের মতো সময় কাটাচ্ছিলেন তৌহিদ হৃদয়। তবে স্বপ্নের সেই ঘোর ভাঙতে হল অনাহূত এক ইঞ্জুরিতে। টানা তিন ফিফটি হাঁকানো সিলেট স্ট্রাইকার্সের এই ব্যাটার আর কবে মাঠে নামবেন, তা অনিশ্চিত। কারণ তার হাতে পড়ছে সেলাই!

বিপিএলের ৯ম আসরে হৃদয় যতবার মাঠে নেমেছেন ততবারই অর্ধশতক হাঁকিয়েছেন। তামিম ইকবালের পর মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে গড়েছেন হ্যাটট্রিক ফিফটির কীর্তি। মঙ্গলবারও (১০ জানুয়ারি) বিধ্বংসী এক ইনিংসে জয় এনে দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সকে। তবে তারপরই দলসহ তাকে শুনতে হয় দুঃসংবাদ।

তবে দলের টানা চতুর্থ জয়ের রাতে হৃদয় ফিল্ডিং করার সময় চোটের শিকার হন তিনি। মিরপুরে ঢাকা ডমিনেটর্সের ইনিংসের দ্বাদশ ওভারে রেজাউর রহমান রাজার বলে নাসির হোসেনের শট রুখতে গিয়ে আঘাত পান আঙুলে। তখনই হাত থেকে রক্ত ঝরছিল। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকের কাছে। চোটের যে ধরন, তাতে হাতে সেলাই লাগার জোর সম্ভাবনা রয়েছে।

৪৬ বলে ৫টি করে চার-ছক্কায় ৮৪ রানের ঝলমলে ইনিংসটি হৃদয়ের ক্যারিয়ার সেরা ইনিংস। ক্যারিয়ার সেরা ইনিংসের রাতে পাওয়া এই চোট শুধু তার কপালেই নয়, চিন্তার ভাঁজ ফেলেছে সিলেট স্ট্রাইকার্সের টিম ম্যানেজমেন্ট ও সমর্থকদের কপালেও। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি অবশ্য এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবেই উড়াল দেবে চট্টগ্রামে।

বিপিএলে এখন পর্যন্ত দুর্দান্ত রানের গতিতে শীর্ষ রান সংগ্রাহকের তালিকা আছেন হৃদয়। বিপিএলে তার এমন ধারাবাহিকতা চলমান থাকলে ডাক পেতে পারেন জাতীয় দলেও। ইতিমধ্যেই নির্বাচকসহ সকলের নজর কেড়েছে এই তরুন ব্যাটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button