ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

চূড়ান্ত হল বিপিএলের তিন আইকন ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা উঠতে যাচ্ছে আগামী ২০ জানুয়ারি। টুর্নামেন্টের এই আসরকে কেন্দ্র করে ইতোমধ্যেই তিন আইকন ক্রিকেটার চূড়ান্ত করেছে অংশ নিতে যাওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে তিনটি ফ্র্যাঞ্চাইজি।

বিপিএলের অষ্টম আসরের জন্য চূড়ান্ত করা হয়েছে ছয়টি দল। যেখানে পুরনো দল কুমিল্লা ভিক্টরিয়ান্স আবারও ফিরেছে এবারের বিপিএল আসরে। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবারের আসরে তাদের আইকন হিসেবে তামিম ইকবালকে যুক্ত করতে যাচ্ছে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল আগে থেকেই। সেই গুঞ্জনের সত্যতাও মিলেছে এবার। তামিমের সাথে চুক্তি পাকা করে ফেলেছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি। ভিক্টরিয়ান্সের  শিরোপা জয়ের ক্ষেত্রেও এর আগে ব্যাট হাতে অবদান রেখেছিলেন টাইগাররদের বর্তমান ওয়ানডে অধিনায়ক।

শুধু তামিম ইকবালই নয়, কুমিল্লা আলোচনা চূড়ান্ত পর্যায় রেখেছে ফাফ ডু প্লেসিস, মঈন আলি এবং সুনীল নারাইনের সাথেও। বিদেশি আরও বেশ কয়েকজন তারকার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে তারা। এছাড়া কোচ হিসেবে কুমিল্লার দায়িত্ব পালন করবেন দেশের অন্যতম সেরা কোচ সালাউদ্দিন আহমেদ।

টুর্নামেন্টে অংশ নিচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নেয়া ফরচুন গ্রুপের অধীনে থাকা দল বরিশাল। গুঞ্জন ছিল অলরাউন্ডার সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে নিতে পারে বরিশাল। অবশেষে হয়েছেও তাই। বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি এবার আইকন ক্রিকেটার হিসেবে সাকিবকে যুক্ত করেছে। সেই সাথে কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে জাতীয় দলের টিম ডিরেক্টরের খালেদ মাহমুদ সুজনকে।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চ্যাম্পিয়ন দল খুলনা এবারের বিপিএলের জন্য তাদের আইকন ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। ইতোইধ্যেই তার সাথে খুলনার চুক্তি হয়েছে বলে জানা গেছে।

এছাড়া চট্টগ্রাম চেলেঞ্জার্স তাদের আইকন ক্রিকেটারের নাম না জানালেও বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে তাদের আইকন ক্রিকেটার হিসেবে দলে যুক্ত করতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি চট্টগ্রামের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button