ক্রিকেট ফ্যাক্ট

চূড়ান্ত হল বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

অবশেষে চূড়ান্ত হল বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজ। সম্প্রতি এই সিরিজ নিয়ে শঙ্কা দেখা দিলেও সব শঙ্কা উড়িয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন জাতির এই সিরিজ।

গত মাসে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছিলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। যেখানে প্রতিপক্ষ দুই দল থাকছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। যদিও এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেননি বিসিবির এই কর্তা। তবে এবার সুখবর মিলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজার পক্ষ থেকেই।

তিন জাতির এই সিরিজ নিয়ে সরাসরি বাংলাদেশের নাম না বললেও রমিজ রাজা জানিয়েছেন এই সিরিজকে নিয়ে তাদের পরিকল্পনার কথা। বিশ্বকাপের আগে ক্রিকেটাররা নিজেদেরকে যাচাই করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন রমিজ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’ তাদের এক প্রতিবেদনে রমিজ রাজার বরাত দিয়ে জানিয়েছে ত্রিদেশীয় সিরিজের খবর। প্রতিবেদনে রমিজ রাজার ভাষ্য জানিয়ে বলা হয়, ”১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর আমরা নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করেছি। আমি চাই আমাদের দল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পরিবেশে কিছু ম্যাচ খেলুক। ত্রিদেশীয় সিরিজ দিয়ে দলে সমন্বয় ও শীর্ষ খেলোয়াড়দের ফর্ম যাচাই করে নেয়ার দারুণ সুযোগ হবে।”

ত্রিদেশীয় এই সিরিজ খেলতে আগামী ৪ অক্টোবর পাকিস্তান দল নিউজিল্যান্ডে পাড়ি জমাবে বলেও জানা গেছে। অংশ নেয়া প্রতিটি দল অন্য দলের বিপক্ষে দুটি করে ম্যাচও খেলার কথা রয়েছে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, আগামী অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে দলগুলো। বাংলাদেশ দল বিশ্বকাপে অংশ নেয়ার আগে অস্ট্রেলিয়ার মাটিতে কন্ডিশনিং ক্যাম্পও করার কথা রয়েছে। নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে অজিদের কন্ডিশনের মিল থাকার কারণেই মূলত কিউইদের বিপক্ষে এই ত্রিদেশীয় সিরিজে বাড়তি জোর দিচ্ছে টাইগাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button