ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

চূড়ান্ত করা হল বিপিএলের প্রাইজমানি

অবশেষে ঘোষণা করা হয়েছে বিপিএলের প্রাইজমানি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ও রানারআপ দল কত টাকা পাবে তা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

বিপিএলে দেশি ক্রিকেটারদের পারিশ্রমিক বেশ আগেই নির্ধারন করা হলেও প্রাইজমানি কত টাকা দেয়া হবে তা এতদিন জানানো হয়নি। অষ্টম আসরকে কেন্দ্র করে প্রস্তুতি যখন অনেকটা এগিয়ে নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল তখন বুধবার (২২ ডিসেম্বর) জানানো হয়েছে বিপিএলের প্রাইজমানি সম্পর্কে।

এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ১ কোটি টাকা প্রাইজমানি। টুর্নামেন্টের রানারআপ দলের জন্য প্রাইজমানি বরাদ্দ রাখা হয়েছে ৫০ লাখ টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন দলের অর্ধেক টাকা প্রাইজমানি পাবে রানারআপ দল।

বিপিএলের প্রাইজমানি কত টাকা হবে তা জানাতে গিয়ে গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘’প্রাইজমানি নিয়ে আজকের সভায় কথা হয়েছে। চ্যাম্পিয়ন দলের জন্য কোটি টাকা রানারআপ দলের জন্য ৫০ লাখ টাকা।‘’

জাতীয় দল এখন নিউজিল্যান্ড সফরে থাকার কারনে স্কোয়াডের ক্রিকেটাররা বিপিএলে প্রথম দিকে কিছু ম্যাচ মিস করতে পারেন এমন শঙ্কা জেগেছিল। তবে সেই শঙ্কাও কেটে গেছে। ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন ১৪ অথবা ১৫ ডিসেম্বর নিউজিল্যান্ড থেকে দল দেশে ফিরে ৫-৬ দিন বিশ্রামের সময় পাবে।

তিনি যোগ করেন, ‘’নিউজিল্যান্ড থেকে ১৪ বা ১৫ তারিখ দল আসার কথা। দিন খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে ২০ জানুয়ারি থেকে শুরু করার ইচ্ছা, ২০ ফেব্রুয়ারির মধ্যে শেষ করে ফেলব।‘’

কোভিড পরিস্থিতির কারনে এবারের বিপিএলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান না থাকতে পারে এমনটা জানিয়েছেন  বিপিএল গভর্নিং কাউন্সিলের এই সদস্য সচিব। বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে থাকার কারণেই উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হতে পারে জানিয়ে তিনি যোগ করেন, ‘’আজ অনেক বোর্ড পরিচালক ছিলেন, সভাপতি ছিলেন। সবার সাথে নিয়ে আলোচনা হয়েছে। এখন যে পরিস্থিতি, তাতে একটু কঠিন। এখনই একদম না বলে দিচ্ছি না। তবে না হওয়ার সম্ভাবনাই বেশি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button