ক্রিকেট ফ্যাক্ট

চট্টগ্রাম টেস্ট বোলারদের জন্য কঠিন হবে

দেশের দুই রাজধানীর দুই ভেন্যু মিরপুর শেরের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই দুই ভেন্যুতে দুইরকম সুবিধা পেয়ে থাকেন ক্রিকেটাররা। মিরপুরের মন্থর উইকেটে বোলাররা দাপট দেখালেও চট্টগ্রামে যেন ঘটে ঠিক উলটো ঘটনা। বোলাররা যতটা সুবিধা পেয়ে থাকেন তারচেয়ে বহুগুন বেশি সুবিধা পেয়ে থাকেন ব্যাটাররা।

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের আগে দুই দল অনুশীলনের শতভাগ সেরে নেয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও উঠে এসেছে একই কথা। লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের মতে সাগরিকার উইকেটে বাড়তি ফায়দা তুলে নিবেন ব্যাটাররা। সেই সাথে বোলাররা উইকেট তুলে নিতে বেশ কষ্টসাধ্য হবে বলেও মনে করেন করুনারত্নে।

করুনারত্নের মতে ব্যাটারদের ঘায়েল করতে হলে মাথা খাটিয়ে বল করতে হবে বোলারদের। উইকেট তুলে নিতে হলে বোলারদের কঠোর পরিশ্রম করতে হবে বলে মন্তব্য করে লঙ্কান অধিনায়ক বলেন, ‘’সহজ হবে না (উইকেট নেওয়া)। তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এ উইকেটে বোলারদের জন্য কিছুই থাকবে না। তবে আমি মনে করি, আপনি যদি মাথা খাটিয়ে বোলিং করতে পারেন, তাহলে উইকেট পেতে পারেন।‘’

সাগরিকার উইকেট পরিদর্শন শেষে করুনারত্নের মত ফ্ল্যাট উইকেটে বোলারদের জন্য কিছুই নেই। ফলে ২০ উইকেট তুলে নেয়া মোটেও সহজ হবে না। সাগরিকার উইকেটে পূর্বের ইতিহাসও অনেকটা এমনই বলছে। ব্যাটারদের বড় স্কোরের সুযোগ যেখানে রয়েছে সেই সাগরিকায় বোলারদের উইকেট পেতে হলে চতুর হতেই হবে বলে মনে করেন করুনারত্নে।

টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের আগে করুনারত্নের ভাষ্য, ‘’দেখে মনে হচ্ছে বোলারদের জন্য কিছু নেই। পুরোপুরি ফ্ল্যাট উইকেট। যেটা বললাম ২০ উইকেট পেতে হলে বোলারদের অনেক চতুর হতে হবে। উইকেট না এলেও চতুরভাবে ভাবতে হবে। মাথা খাটিয়ে ভিন্ন কিছু চিন্তা করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button