আন্তর্জাতিক ক্রিকেট

গ্রিনের পারফরম্যান্স খুব চিত্তাকর্ষক: ম্যাক ডোনাল্ড

চলমান ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজে ২-১ ব্যাবধানে জিতেছে ভারত। তবে অস্ট্রেলিয়ার হয়ে বিধ্বংসি ব্যাটিং করে ব্যাপক সাড়া ফেলেছেন ২৩-বছর বয়সী ক্যামেরন গ্রিন।

ভারতের বিপক্ষে ১৭ই-ডিসেম্বর, ২০২০ টেস্টে অভিষেক ঘটে গ্রিনের। ওয়ানডেতেও সেই সফরেই অভিষেক ঘটে তার। ৫ এপ্রিল, ২০২২ পাকিস্তানের বিপক্ষে একটি টি২০ ম্যাচ খেলে টি-টুয়েন্টিতে অভিষেক ঘটে গ্রিনের। তবে অভিষেক ঘটার পরের সিরিজেই বিধ্বংসী ক্রিকেট খেলে সারা বিশ্বে আলোড়ন ছড়ান গ্রিন।

গত ২০ সেপ্টেম্বর শুরু হওয়া ভারত-অস্ট্রেলিয়া মধ্যকার দিপাক্ষিক সিরিজের প্রথম ম্যাচে ৩০ বলে ৬১ রানের ক্যামিও  খেলে অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেয় ক্যামেরন গ্রিন। ৪ ছক্কা ও ৮ চার আসে তার সেই ইনিংস থেকে যা ছিলো বিধ্বংসি। দ্বিতীয় ম্যাচে বৃষ্টি বিঘ্নতায় ৮ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হলে সেখানে ৫ রান করেন গ্রিন, এবং সেই ম্যাচে পরাজইয় বরণ করতে হয় অজিদের।

এরপর সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে আবারো ঝড় তুলেন ক্যামেরন গ্রিন। মাত্র ১৯ বলে তুনে নেন তার ব্যাক্তিগত অর্ধ-শতক। এরপর ২১ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন তিনি। তার ইনিংসে ছিলো ৩টি ছক্কা ও ৭টি চারের মার। ৩ ম্যাচে ১১৮ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের খেতাব অর্জন করেন তিনি।

মাত্র ৪টি টি-২০ ম্যাচ খেলা ক্যামেরন গ্রিন করেছেন ১২০ রান এবং তার এই ৪ ইনিংসে রয়েছে ২টি অর্ধ-শতক যা এই ভারতের বিপক্ষে। মাত্র-২৩ বছর বয়সী এই ক্রিকেটারের এমন বিধ্বংসী ব্যাটিং সাড়া ফেলেছে সারা বিশ্বে। তার পারফর্মেন্স নিয়ে নানান আলোচনা করছেন প্রখ্যাত অবসরপ্রাপ্ত নানান ক্রিকেটাররা।

এরই মধ্যে তার ব্যাটিং দেখে ম্যাক ডোনাল্ড বলেছেন, “সে যেভাবে ওপেনিংয়ে সুযোগ পেয়েছে এটা হয়তো কিছুটা সুবিধাপ্রাপ্ত। ডেভিড ওয়ার্নার এবং বিশ্বকাপ দলের আরও বেশকিছু খেলোয়াড় এই দলে নেই। এখানে আসার আগে আমরা যখন দল নিয়ে পরিকল্পনা করেছিলাম তখনই তার দক্ষতা সমন্ধে অবগত ছিলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button