ক্রিকেট ফ্যাক্টবাংলাদেশ ক্রিকেট

ক্রিকেটারদের অভিযোগে বাদ পড়লেন নাফিস ইকবাল

বাংলাদেশ দলের একসময়ে ব্যাটসম্যান নাফিস ইকবাল। অবশ্য তার আরেক পরিচয় দেশসেরা ওপেনার তামিম ইকবালের আপন বড় ভাই। তবে নাফিস ইকবাল দায়িত্বরত ছিলেন বিসিবির টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে।

তবে দল যখন ত্রি-দেশীয় সিরিজ এবং বিশ্বকাপের জন্য উড়াল দিতে নিচ্ছেন প্রস্তুতি, সেইসময় দায়িত্ব থেকে বাদ পড়লেন নাফিস ইকবাল। এশিয়া কাপের আগেও গুঞ্জন ছিলো এটি। এবার জাতীয় দল নিউজিল্যান্ড যাওয়ার ঠিক ২৪ ঘন্টা আগে আবার নাফিসের বাদ পড়ার বিষয়টি উঠে আসে যখন তাকে দলের সাথে না পাঠানো হয়।

গতপরশুদিন (বৃহস্পতিবার) দুপুর গড়াতেই ক্রিকেট পাড়ায় খবর, জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবালকে টিম অপারেশন্স ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সঙ্গে পাঠানো হবে না বলে জানা গিয়েছে।

নামী ক্রীড়া ব্যক্তিত্ব প্রয়াত ইকবাল খানের বড় ছেলে, দেশবরেণ্য ক্রিকেট ব্যক্তিত্ব বিসিবি পরিচালক আকরাম খানের ভাতিজা ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল কি সত্যি সত্যিই জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট থেকে বাদ যাচ্ছেন?

তবে জাতীয় দলের টিম ম্যানেজমেন্ট সূত্র নিশ্চিত করেছে ঘটনার সত্যতা। জানা গেছে, রাবিদ ইমাম বিশ্বকাপে জাতীয় দলের টিম অপারেশন্স আর মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করবেন।

বিসিবির সেই পরিচালক বলেন, “ক্রিকেটারদের একাংশের অভিযোগ— নাফিসের কাছ থেকে ভালো ব্যবহার পাননি তারা। জিম্বাবুয়ে সফর থেকে ফিরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের কাছে অভিযোগ দেন তাদের কেউ কেউ।  বিষয়টি বিতর্কিত পর্যায়ে যাওয়ার আগেই ম্যানেজার পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বোর্ড।” 

হঠাৎ কি কারনে বাদ পড়লেন নাফিস ইকবাল তার স্পষ্ট উত্তর পাওয়া যায়নি এখনো। নানান সুত্রে জানা যায় ক্রিকেটারদের অভিযোগেই তাকে অপসারণ করে বিসিবি। তবে অফিসিয়াল সিদ্ধান্ত এলেই জানা যাবে কি কারনে চাকরি হারাচ্ছেন নাফিস ইকবাল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি একটি চলমান প্রক্রিয়া। নাফিস ইকবাল বোর্ডে ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। তাই তিনি মাঝে ট্যুর বা টিম অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। এখন তাকে সরিয়ে মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামকে দুটি দায়িত্ব দিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button