আন্তর্জাতিক ক্রিকেট

কোহলির সাথে বাবর আজমের পার্থক্য দেখালেন ওয়াসিম আকরাম

বর্তমান সময়ে ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। পাকিস্তানি এই ব্যাটসম্যান তিন ফরম্যাটেই নতুন নতুন রেকর্ড গড়ে জানান দিচ্ছেন নিজের সামর্থ্যের। পাকিস্তান দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটাও বেশ ভালোভাবেই করে দেখাচ্ছেন এই ব্যাটসম্যানকে।

পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত দলে অবশ্য চিত্র কিছুটা ভিন্ন। বিরাট কোহলির থেকে বাবর আজম একটা সময় পিছিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে কোহলি যেন পিছিয়ে পড়েছেন বেশ খানিকটা। সেই সাথে কোহলির অধিনায়কত্ব হারানোর পর দুজনের পার্থক্যটাও স্পষ্ট হচ্ছে সময়ের সাথে সাথে।

ক্রিকেটে নতুন করে আলোচনার জন্ম দেয়া বাবর আজমের প্রশংসা করেছেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। একুশ শতকে কোহলি কিংবা ডেভিড ওয়ার্নারের মত ক্রিকেটারদের ছাপিয়ে বাবর আজম রাজত্ব করবেন বলেও বিশ্বাস ওয়াসিমের।

সাবেক এই পেসার বলেন, ‘’সে (বাবর আজম) সঠিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসেছে। আমি গত তিন বছর তার সাথে করাচি কিংসে কাজ করেছি। আমি তার কাজের নীতি পছন্দ করি। সে মনোযোগী এবং তার কর্মক্ষমতা নিয়ে কখনই সন্তুষ্ট হয় না। এটাই একজন ভালো নেতার বৈশিষ্ট্য।‘’

নিজের প্রতিভার সাক্ষর রেখে আরও এগিয়ে যাবেন বাবর এমনটাই আশা প্রকাশ করেন ওয়াসিম। তিনি যোগ করেন, ‘’আমি সেই সময়েই জানতাম, এই ছেলেটি তার কাজের নীতি এবং নিজের প্রতিভা দিয়ে নিশ্চয়ই পারফর্ম করবে। সে এখন ফ্যাব ফোরের অংশ। বিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার, জো রুট এবং বাবর আজম এখন শীর্ষে রয়েছেন। কোহলি বাবরের সমান।‘’

‘’আপনি যদি পাকিস্তানের ব্যাটিং নিয়ে কথা বলেন তাহলে জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, ইনজামামউলহক, ইউনিস খান, মোহম্মদ ইউসুফ দিয়ে শুরু করেন এবং তারপর এই বাবর আজমের কাছে আসেন। একবিংশ শতাব্দী বাবর আজমের, সে এই সময়ের ব্যাটসম্যান। তার মধ্যে এখনও অনেক কিছু বাকি আছে।‘’- যোগ করেন ওয়াসিম আকরাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button