আন্তর্জাতিক ক্রিকেট

কোহলির রেকর্ড ছুঁয়ে এলিট ক্লাবে বাবর

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টুয়েন্টিতে ৬১ রান করতে পারলেই বিরাট কোহলির রেকর্ড ভাঙ্গার সুযোগ ছিলো বাবরের। তবে মাত্র ৯ রান করে সাজ-ঘরে ফিরেন বাবর আজম সেই ম্যাচে।

তবে শুক্রবার রাতে ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে অপরাজিত ৮৭ রানের বিশাল ইনিংস খেলে পাকিস্তানের কাপ্তান বাবর আজব ছুঁয়ে ফেলেন বিরাট কোহলির অনন্য রেকর্ড।

কোহলির পর টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে বাবর হলেন দ্বিতীয় ব্যাটসম্যান যিনি মাত্র ৮১ ইনিংসে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। ২০২১ সালে ভারতের সাথে এই ইংল্যান্ড সিরিজের সময় কোহলি টি-টোয়েন্টিতে দ্রুততম ৩ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন। তিনি মাত্র ৮১ ইনিংস খেলে করেছিলেন ৩ হাজার রান। এবার সেই ইংল্যান্ডের পাকিস্তান সফরে বাবর ছুঁলেন কোহলির সেই রেকর্ড।

এই রেকর্ডের পাশাপাশি আরেক রেকর্ড ছুঁয়েছেন এই ক্লাসিক ব্যাটসম্যান। টি-টুয়েন্টিতে ইতিহাসে বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর-আজম। তবে এর আগে ৪ জন ব্যাটসম্যান ছুয়েছিলো এই ফলক। তাদের মধ্যে রয়েছেন ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, নিউ জিল্যান্ডের মার্টিন গাপটিল ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তাদের পর বিশ্বের পঞ্চম ক্রিকেটার এবং পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন বাবর-আজম।.

এক নজরে দেখে নেওয়া যাক টি-টুয়েন্টিতে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ৫ জন ক্রিকেটারের পরিসংখান। 

নাম ম্যাচ ইনিংস রান
রোহিত শর্মা ১৪০ ১৩২ ৩৬৯৪
বিরাট কোহলি ১০৮ ১০০ ৩৬৬৩
মার্টিন গাপটিল ১২১ ১১৭ ৩৪৯৭
বাবর আজম ৮৬ ৮১ ৩০৩৫
পল স্টার্লিং ১১৪ ১১৩ ৩০১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button