আন্তর্জাতিক ক্রিকেট

কোহলিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার কারণ জানালেন সৌরভ গাঙ্গুলি

টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কুল হিসেবে খ্যাত মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব থেকে বিদায় নেয়ার পর একে একে সব ফরম্যাটের অধিনায়কত্ব তুলে দেয়া হয় বিরাট কোহলির হাতে। তবে ব্যাটার হিসেবে সফলতার পাল্লা বেশ ভারি থাকলেও অধিনায়ক হিসেবে যেন খুব একটা সুবিধা করতে পারছিলেন না হালের অন্যতম সেরা এই ব্যাটার।

লম্বা সময় ধরে দলের অধিনায়কত্বের দায়িত্বে থেকেও বড় কোনো টুর্নামেন্টের শিরোপা জেতাতে পারেননি কোহলি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরেও তার নেতৃত্বে ভরাডুবি দেখেছে ভারত। অবশ্য এর আগেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন কোহলি। সেই মোতাবেক সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে রোহিত শর্মাকে। সেই সাথে টেস্টেও সহকারী অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয় রোহিত শর্মাকেই।

এদিকে কোহলির নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে এতদিন মুখে কুলুপ এঁটে বসে বসে থাকলেও এবার এই ইস্যুতে মুখ খুলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে কোহলিকে দায়িত্ব পালন করার কথা বললেও তিনি রাজি হননি জানিয়ে সৌরভ গাঙ্গুলি বলেন, ‘’বিসিসিআই এবং নির্বাচকরা মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। আসলে টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়ার জন্য কোহলিকে অনুরোধ করেছিল বিসিসিআই। কিন্তু সে এতে রাজি হয়নি। সেই পরিস্থিতিতে সাদা বলের দুই ফরম্যাটে দুইজন ভিন্ন অধিনায়ক রাখাটা ঠিক হবে বলে মনে করেননি নির্বাচকরা।‘’

সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও লাল বলের ক্রিকেটে কোহলি এখনও অধিনায়কত্বের দায়িত্ব পালন করছেন। তাকে এই ফরম্যাটে অধিনায়ক করার ব্যাপারে বোর্ড ও নির্বাচকদের সমন্বিত সিদ্ধান্তই কাজ করেছে বলে জানান বিসিসিআই প্রধান।

তিনি যোগ করেন, ‘’তাই সিদ্ধান্ত নেওয়া হয় টেস্ট দলের অধিনায়ক থাকবে কোহলি, সাদা বলের ক্রিকেটে ভারতের অধিনায়কত্ব করবে রোহিত। বিসিসিআইয়ের সভাপতি হিসেবে আমি নিজে কোহলির সাথে কথা বলেছি। প্রধান নির্বাচকও তার সাথে কথা বলেছেন।‘’

কোহলিকে ধন্যবাদ জানিয়ে সৌরভ গাঙ্গুলি আরও বলেন, ‘’সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অবদানের জন্য কোহলিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। রোহিতের নেতৃত্ব প্রদানের ক্ষমতার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে। কোহলি টেস্ট দলের অধিনায়ক হিসেবে কাজ চালিয়ে যাবেন। বিসিসিআই আত্মবিশ্বাসী- ভারতীয় ক্রিকেট ভালো হাতেই আছে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button