ক্রিকেট ফ্যাক্ট

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে লড়াইর আভাস সাকিবের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর ম্যাচ হেরে বসেছিল টাইগাররা। এই দৈন্যদশা অবশ্য কাটেনি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেও। প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হবার পর দ্বিতীয় ইনিংসেও টাইগারদের ইনিংস থেমেছে ১৮৬ রানে। টেনেটুনে ইনিংস ব্যবধান এড়াতে পারলেও ব্যাটিং ব্যর্থতার ছাপ ছিল স্পষ্ট।

সাদা পোশাকে বাংলাদেশ দলের ব্যাটিং অবশ্য দীর্ঘদিন ধরেই ধুঁকছে। টপ অর্ডারে বাজে শ্রু পাওয়ার পর মিডল অরড়দারও কার্যকর ভূমিকা পালন করতে পারছে না বেশ লম্বা সময় ধরেই। ফলে খেসারত দিত হচ্ছে গোটা দলকে।

অন্যদিকে বোলিং বিভাগে চিত্র কিছুটা ভিন্ন। সাদা বল কিংবা লাল বল ফরম্যাট যাই হোক না কেন পেসার ও স্পিনার দুই বিভাগেই সমানভাবে যেন এগিয়ে যাচ্ছে দলের পারফম্যান্স। যার চিত্র দেখা গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও।

ক্যারিবিয়ানদের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দল হোয়াইটওয়াশ হবার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে টাইগার অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন ব্যাটিং নিয়ে খুব একটা চিন্তিত নন তিনি। মানসিকভাবে আরও দৃঢ় হয়েই সামনের দিকে এগিয়ে যেতে চান সাকিব।

দলের ব্যাটিং সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাকিবের ভাষ্য, ‘’ আমরা আগে থেকেই জানতাম টেস্ট সিরিজটি কঠিন হবে। লম্বা সময় পর আমরা ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবো। আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আমি ব্যাটিং নিয়ে চিন্তিত নই। মানসিকভাবে আমাদের দৃঢ় হতে হবে।‘’ বাংলাদেশ দলের সামনে ডিসেম্বরের আগে নেই কোনো টেস্ট সিরিজ। তাই লম্বা সময় এই ফরম্যাট থেকে বিরতি পাচ্ছে  টাইগাররা।

দলের পেস বোলিং বিভাগের উপর নিজের আস্থার কথা জানিয়ে সাকিব আরও বলেন, ‘’গত ৩-৪ বছরে আমরা এই বিভাগে (পেস বোলিং) সবচেয়ে বেশি উন্নতি করেছি। ম্যাচ জিততে হলে আমাদের দল হিসেবে পারফর্ম করতে হবে। সাদা বলে আমরা লড়াকু দল এবং আমরা নিশ্চিত সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলে।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button