আন্তর্জাতিক ক্রিকেট

এশিয়া কাপ নতুন চ্যাম্পিয়ন দেখবে বিশ্বাস সাকিবের

এশিয়া কাপ মানেই যেন ভারত, সবচেয়ে বেশি ৭ বার এই টুর্নামেটের শিরোপা জিতেছে তারা। বাকি ৭ আসর ভাগাভাগি করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে এবার নতুন কোনো দল চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

ভারতের ৭ বারের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার শ্রীলঙ্কার। যেখানে পাকিস্তান জিতেছে ২ বার। ৩ বার ফাইনাল খেললেও শিরোপা অধরাই রয়ে গেছে বাংলাদেশের।

এবারের আসরে অংশ নিচ্ছে মোট ৬ দল। যেখানে কখনো শিরোপা না জেতা দল বাংলাদেশ, আফগানিস্তান ও বাছাই পর্ব উতরে আসা হংকং।

২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইতে মাঠে গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের আসর। সাকিব আশাবাদী নতুন চ্যাম্পিয়ন পাওয়ার ব্যাপারে।

গতকাল (২৫ আগস্ট) দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন করেছে বাংলাদেশ দল। টি-টেন লিগে বাংলা টাইগার্সের আইকন হওয়া অধিনায়ক সাকিব উপস্থিত ছিলেন সেখানকার একটি অনুষ্ঠানে। সংবাদ মাধ্যমের সাথে আলাপে জানিয়েছেন এশিয়া কাপ নিয়ে নিজের প্রত্যাশার কথা।

টাইগার দলপতির মতে, ‘ফাইনালে যে কোন দলকে পেতেই ভালো লাগবে, যদি না আমরা ফাইনালিস্ট হই। আশা করছি এবার কোন নতুন দল শিরোপা জিতবে। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা তো অনেকবারই জিতেছে। আশা করছি এবার নতুন দলের হাতে শিরোপা উঠবে।’

‘এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। টি-টোয়েন্টি ফরম্যাটে আসলে কখন কি হয় তা তো বলা যায় না, সবসময়ই উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়। আমরা তাই নিশ্চিত করে বলতে পারি না কে জিতবে কে হারবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button