আন্তর্জাতিক ক্রিকেটবাংলাদেশ ক্রিকেট

এবার বাংলাদেশকেও এগিয়ে রাখছেন ম্যাককালাম

আর কয়েক সপ্তাহ পরেই ভারতে শুরু হবে ক্রিকেটের সবচাইতে বড় আসর আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। এই টুর্নামেন্টকে সামনে রেখে সাবেক ক্রিকেটাররা নিজেদের ভাবনা জানাচ্ছেন কোন দলের পারফরমেন্স কেমন হতে পারে। এবার এই তালিকায় যুক্ত হলেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এবারের বিশ্বকাপের সেমিফাইনালে কোন কোন দল যেতে পারে এই ব্যাপারে মন্তব্য করেন। ম্যাককালাম অবশ্যই সবচাইতে বেশি এগিয়ে রাখছেন স্বাগতিক দেশ ভারতকে। এর বাইরে আরও চারটি দলের কথা তিনি উল্লেখ করেছেন যার মধ্যে রয়েছে বাংলাদেশও। মূলত কন্ডিশনের কারণেই বাংলাদেশকে এগিয়ে রাখছেন তিনি। ম্যাককালাম বলেছেন, ‘এই বিশ্বকাপে সেরা চারটি দল বাছাই করা খুবই কঠিন। আমার মনে হয় ভারত অবশ্যই সেরা চারে থাকবে। ইংল্যান্ডেরও ভালো সুযোগ রয়েছে। এরপর আপনি অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে রাখতে পারেন। তারা বিশ্বকাপে সব সময়ই ভালো খেলে। এই কন্ডিশনে বাংলাদেশেরও সুযোগ আছে, আপনি জানেন না…। আমার মনে হয় এই বিশ্বকাপ সবার জন্যই উন্মুক্ত। যারাই ভালোভাবে শুরু করবে দিনশেষে তাদেরই সেরা সুযোগ থাকবে।’

ভারতের পেসার বুমরাহ অনেক দিন পর দলে ফিরেছেন। তার এই প্রত্যাবর্তন ভারতকে আরও শক্তিশালী করে তুলবে বলে মনে করেন নিউজিল্যান্ডের সাবেক এই তারকা ক্রিকেটার। ‘আমার মনে হয় ভারত খুব শক্তিশালী দল। সেই জায়গা থেকে বুমরাহর প্রত্যাবর্তন অনেকটাই ভালো খবর ভারতের জন্য। বুমরাহ খুবই দুর্লভ খেলোয়াড়দের একজন যে জানে কীভাবে জিততে হয় এবং কঠিন মুহূর্তে ঘুরে দাঁড়াতে হয়। তাই তার ফেরায় ভারত অনেক শক্তিশালী হয়ে উঠবে। ভারতের অনেক নতুন প্রতিভা উঠে এসেছে। আমরা তা আইপিএলে দেখেছি, তারা পারফর্ম করছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের টিকিয়ে রাখছে। আমি আশা করি টুর্নামেন্টের শেষ পর্যন্ত ভারত নিজেদের টিকিয়ে রাখতে পারবে।’ 

তিনি আরও যোগ করে বলেন, ‘বর্তমান ক্রিকেটে অনেক টুইস্ট রয়েছে। তা যে কোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আমরা দেখেছি যে আইপিএল আসার পর গত ১৩-১৪ বছরে ক্রিকেট কোন দিকে মোড় নিয়েছে। ওয়ানডে থেকে টি-টোয়েন্টি ক্রিকেট বাণিজ্যিক দিক থেকে অনেকটা সমৃদ্ধ করেছে। তবে এক দিনের বিশ্বকাপে দল এবং ক্রিকেটারদের কাছে একটা আলাদা উত্তেজনা থাকে। আশা করি এটা শেষ বছর নয়। কিন্তু এই খেলায় কখন কি পরিবর্তন হবে তা আগে থেকে বলা খুব মুশকিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button