ক্রিকেট ফ্যাক্ট

এবার গণমাধ্যমকে এক হাত নিলেন স্টনিয়ার

২০২০ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ। টাইগার যুবারা ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলার মধ্য দিয়েই ক্রিকেট বিশ্বে নতুন করে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে টাইগার যুবারা।

বিশ্বকাপ জয়ের পর লম্বা সময় কেটে গেলেও ক্রিকেটের ধরনে এসেছে কিছুটা পরিবর্তন। বায়ো বাবলে থেকে ক্রিকেটারদের ক্লান্তির ছাপ কিছুটা হলেও প্রভাব ফেলেছে মাঠের খেলায়।

তবে সবকিছুকে ছাপিয়ে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলার যুবাদের প্রতি প্রত্যাশাটাও ছিল কিছুটা বেশিই। তবে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সুযোগ ছিল পঞ্চম কিংবা ষষ্ঠ অবস্থানে থাকার তবে সেখানেও হতাশাজনক পারফরম্যান্সের পর বিশ্বকাপ মিশন শেষ করা যুবাদের অবস্থান অষ্টম স্থানে।

এমন পারফরম্যান্সের পর স্বভাবতই সমালোচনা হচ্ছে বয়সভিত্তিক ক্রিকেটে খেলা যুবাদের নিয়ে। তবে এসব সমালোচনা মানতে পারছেন না ২০২০ বিশ্বকাপ জয়ে দলের ফিটনেস ও কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ার। গণমাধ্যমের করা সমালোচনায় বেশ চটেছেন যুবাদের বিশ্বকাপ জয়ের পেছনের এই কারিগর।

স্টনিয়ার তার ইনস্টগ্রাম স্টোরিতে দেয়া ভিডিও বার্তায় মিডিয়ায় সমালোচনাকারীদের নির্বোধ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘’তোমরা নির্বোধ। মিডিয়া যেসব জিনিস নিয়ে কথা বলছেতারা কিছুই জানে না। আমি জানি না তোমাদের আবার কেন সময় দিচ্ছি, কিন্তু দিচ্ছি। আমি হেরেছি, আমরা ভালো খেলিনি, এটা স্পষ্ট। কিন্তু সাতে শেষ করেছি আটে শেষ করেছি, এগুলো জঘন্য।‘’

স্টনিয়ারের দাবি ২০২০ সালে বিশ্বকাপ জিতলে তখন মিডিয়া এত আলচনা করেনি। দীর্ঘ সময় বায়ো বাবলে থাকার পর ঘুরে দাঁড়াতে সময় লাগবে বলেও মনে করছেন তিনি। তার ভাষ্য, ‘’২০২০ সালে যখন বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছি তখন তো তোমাদের এত আলোচনা ছিল না। ছেলেদের একটু বিরতি দাও! তারা ঘুরে দাঁড়াবে তো। মাস ধরে ছেলেরা জৈব সুরক্ষা বলয়ে আছে। আমার সাথে কোনো মিডিয়া যোগাযোগ করবে না।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button