ক্রিকেট ফ্যাক্ট

এখনই টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না মুশফিক

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপকে সামনে রেখে যখন দল গুছাতে ব্যস্ত বিসিবি তখন সামনে এসেছে মুশফিকুর রহিমের অবসর প্রসঙ্গ।

সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের। সংক্ষিপ্ত ফরম্যাটে সিনিয়র এই ক্রিকেটারের অবসর নিয়ে তাই চলছে নানা গুঞ্জন। সর্বশেষ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছেন টি-টোয়েন্টি থেকে মুশফিককে সরিয়ে দেয়ার ব্যাপারে। যদিও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কিছুই জানা যায়নি।

তবে বোর্ডের পক্ষ থেকে মুশফিকের টি-টোয়েন্টি থেকে অবসর নেয়া প্রসঙ্গে কিছু না জানালেও এবার নিজেই মুখ খুলেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিক জানিয়েছেন এখনই টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ার ভাবনা নেই তার। নিজের ফিটনেস ধরে রেখে জাতীয় দলকে সার্ভিস দেয়ার কথাও জানান তিনি।

মুশফিক বলেন, ‘’না ভাই, আমার আপাতত এমন কোনো ভাবনা নেই। আমার ইচ্ছা বাংলাদেশের হয়ে যতগুলো ম্যাচ খেলার সুযোগ আসবে এবং তারা আমাকে যেভাবে চাইবে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাব আমার ফিটনেস ও পারফরম্যান্স দিয়ে সেটা ধরে রাখার।‘’

প্রায় দেড় যুগ ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন মুশফিক। ব্যাটের ধার যে কমেনি এখনও মুশফিকের সেটা স্পষ্ট তার পারফরম্যান্সের দিকে নজর দিলেই। তবে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে সিনিয়র ক্রিকেটারদের আলাদা আলাদা ফরম্যাট বেছে নেয়ার জন্য। মুশফিকের দিকেই যে সেই ইঙ্গিত ছিল বিসিবি বসের তা পরিষ্কার জলের মতই। পাপনের এমন বক্তব্যের পর মুশফিক যেন কিছুটা আক্ষেপ নিয়েই বললেন অভিজ্ঞতার মূল্য নেই বাংলাদেশে।

মুশফিকের ভাষ্য, ‘’চাওয়া-পাওয়ার তো তেমন কিছু নেই সত্যি বলতে। আমার মনে হয় বাংলাদেশে অভিজ্ঞতার কোনো দাম নেই। সেখানে আমি মনে করি ১৭ বছর যে খেলেছি, আলহামদুলিল্লাহ। এতটুকু যে আসতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সামনে আল্লাহ যতটুকু রেখেছেন, উনি লিখেই রেখেছেন। ইনশাআল্লাহ এতটুকু যেন ভালো মতো খেলতে পারি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button