একই দলের হয়ে বিপিএল মাতাতে আসছেন আন্দ্রে রাসেল- স্যাম বিলিংস

বাজছে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টকে সামনে রেখে দল গোছানোর কাজটা বেশ এগিয়ে রাখছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যার অংশ হিসেবে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল এবং স্যাম বিলিংসের সাথেও চুক্তি করে ফেলেছে বরিশাল।
বিপিএলের নিয়মিত ক্রিকেটার হিসেবেই রয়েছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। গোটা বিশ্বে ক্রিকেটের ফেরি করে বেড়ানো রাসেল গত বঙ্গবন্ধু বিপিএলে ছিলেন রাজশাহীর অধিনায়ক। ব্যাটে-বলে পারফর্ম করে রাজশাহীকে চ্যাম্পিয়ন করেই টুর্নামেন্ট শেষ করেছিলেন এই ক্যারিবিয়ান তারকা। তবে এবারের বিপিএলে নেই রাজশাহী অঞ্চলের প্রনিধিত্বকারী কোনো দল অবশ্য নেই।
বিপিএলের অষ্টম আসরে রাসেলের সাথে চুক্তি সম্পন্ন করেছে বরিশাল। একইসাথে ইংলিশ তারকা স্যাম বিলিংসের সাথেও চুক্তি করেছে দলটি। নিলামের আগে তিনজন বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ থাকায় এখনও বরিশালের হাতে রয়েছে একজন বিদেশি ক্রিকেটার নেয়ার সুযোগ। তবে সেই একজন কে হবেন তা এখনও জানা যায়নি।
এদিকে বরিশাল ফ্র্যাঞ্চাইজির হয়ে এবারের বিপিএল মাতাবেন সাকিব আল হাসান। তার সাথে বরিশালের চুক্তি সম্পন্ন হওয়ায় একই দলের হয়ে খেলতে দেখা যাবে রাসেল-বিলিংসদের। আন্দ্রে রাসেলের সাথে অবশ্য পুরনো সখ্যতা রয়েছে সাকিব আল হাসানের। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দীর্ঘ সময় ধরে খেলেছেন এই দুইজন। সর্বশেষ আইপিএলেও সাকিবের দলের সতীর্থ হয়েই ছিলেন রাসেল। বিপিএলে তাই এই দুইজনের জুটি দলকে ভালো কিছু এনে দিতেই পারে।
বিপিএলে আন্দ্রে রাসেল খেলেছেন সর্বমোট ৪৪টি ম্যাচ। ব্যাট হাতে এই ক্যারিবিয়ান তারকা এই ৪৪ ম্যাচে করেছেন ৭৫১ রান। ৩৫ গড়ে ব্যাটিং করা রাসেলের স্ট্রাইকরেট ১৬৫। এছাড়া বল হাতেও সফলতার পরিচয় দিয়ে গেছেন এই অলরাউন্ডার। রাসেলের জন্য বিপিএলের মঞ্চ বেশ পুরনো হলেও এর আগে বিপিএল খেলননি ইংলিশ তারকা স্যাম বিলিংস। প্রথমবারের মত বিপিএল খেলতে সাকিবের দলেই যুক্ত হলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।