Uncategorized

ইন্টারপোলের অফিসার হয়ে রুপালী পর্দায় অভিষেক ইরফান পাঠানের

ক্রিকেটের তারকারা সিনেমার রুপালী পর্দায় নাম লেখানো নতুন কিছু নয়। এবার সে তালিকায় নাম যোগ হল ভারতের সাবেক বাঁহাতি পেসার ইরফান পাঠানও। দক্ষিণ ভারতীয় সিনেমা কোবরাতে দেখা যাবে তাকে।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন পাঠান। কোবরা সিনেমায় তিনি পাচ্ছেন দক্ষিণা সিনেমার অন্যতম সুপারস্টার বিক্রমকে। সঙ্গে থাকছেন কেজিএফ সিনেমা দিয়ে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী শ্রীনিধি শেটি।

ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্র মতে ২৯ টেস্ট, ১২০ ওয়ানডে ও ২৪ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা পাঠানকে ইন্টারপোলের এজেনেটের ভূমিকায় দেখা যাবে সিনেমায়।

অজয় জ্ঞানমুথু পরিচালিত কোবরা সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩১ আগস্ট।

সামাজিক যোগাযগ মাধ্যমে দেওয়া পোস্টে পাঠান লিখেন, ‘সমস্ত সমস্যার একখানা গাণিতিক সমাধান রয়েছে। প্রকাশ্যে কোবরার ট্রেলার।’

কোবরায় মুখ্য চরিত্র বিক্রমকে গণিত বিশেষজ্ঞ হিসেবে দেখানো হয়েছে। তিনি দুস্থ শিশুদের গণিত শেখান। অন্যদিকে তিনি আবার একজন আন্তর্জাতিক মোস্ট ওয়ান্টেড ব্যক্তির ভূমিকাতেও রয়েছেন। যিনি পুলিশদের বিভ্রান্ত করার জন্য বার বার বেশভূষা বদল করেছেন। তাঁকে ধরার চেষ্টা করতে দেখা যায় ইন্টারপোল অফিসারের ভূমিকায় থাকা ইরফানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button