আন্তর্জাতিক ক্রিকেট

ইংল্যান্ডের কাছে ম্যাচ হারের পর মোটা অঙ্কের জরিমানার কবলে ভারত

আবারও দুঃসংবাদ পেল ভারতীয় দল। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে হারের সাথে জরিমানা গুনতে হয়েছে দলের ক্রিকেটারদের। সেই সাথে টেস্ট চ্যাম্পিয়নশিপেও গুরত্বপূর্ণ পয়েন্ট কর্তন করা হয়েছে টিম ইন্ডিয়ার।

গত বছরে ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এজবাস্টনে। গতকাল শেষ হওয়া সেই টেস্ট ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৩৭৮ রানের জবাবে খেলতে নামা ইংলিশরা জনি বেয়ারস্টো ও জো রুটের বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে জয় পায় বড় ব্যবধানে।

এদিকে ইংল্যান্ডের কাছে ম্যাচ হারের পর জরিমানা করা হয়েছে টিম ইন্ডিয়াকে। স্লো ওভাররেটের কারণে দলের ক্রিকেটারদের ৪০ শতাংশ করে ম্যাচ ফি কর্তন করা হয়েছে।

তবে এবারই প্রথম জরিমানার কবলে পড়েনি ভারত। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও স্লো ওভাররেটের কারণে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ভারতকে। আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি কর্তন করা যাবে। যার কবলে পড়ে বেশ ভালোই জরিমানা গুনতে হল ভারতীয় দলকে।

এদিকে ক্রিকেটারদের ম্যাচ ফি কর্তন করার সাথে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপেও গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট হারিয়েছে। স্লো ওভাররেটের কারণেই এই ২ পয়েন্ট কাটা হয়েছে ভারতের। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্লো ওভাররেটের কারণে পয়েন্ট হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচেও গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়েছিল ভারত। আবারও টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারানোয় মোট তিনবার পয়েন্ট হারাতে হয়েছে তাদেরকে।

উল্লেখ্য, ইংলিশদের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট ম্যাচ হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অবনতি হয়েছে ভারতের। তিন নম্বর থেকে তারা নেমে গেছে চার নম্বরে। এখন পর্যন্ত তাদের জয় রয়েছে ৫২.০৮ শতাংশ ম্যাচে। তাদেরকে পেছনে ফেলে অবশ্য তিন নম্বরে উঠে গেছে পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button