ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

ইংলিশ অলরাউন্ডারকে দলে ভেড়ালো চট্টগ্রাম চেলেঞ্জার্স

প্লেয়ার্স ড্রাফটের আগেই আরও এক বিদেশি তারকাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চেলেঞ্জার্স। ইংল্যান্ডের অলরাউন্ডার বেনি হাওয়েলকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে চট্টগ্রাম।

বিপিএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবার কথা রয়েছে আগামী ২৭ ডিসেম্বর। টুর্নামেন্টের অষ্টম আসরের জন্য প্রতিটি দল তাদের স্কোয়াডে তিনজন বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ রয়েছে। যার অংশ হিসেবে বেনি হাওয়েলকে দলে নিয়েছে চট্টগ্রাম। বিপিএলের জন্য প্রকাশিত বিদশি ক্রিকেটারদের তালিকায় হাওয়েল ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে।

ইংলিশ এই অলরাউন্ডার এখনও জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি। জাতীয় দলের জার্সি এখনও গায়ে জড়াতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ তিনি। এর আগে দুটি দলের হয়ে বিপিএল খেলার অভিজ্ঞতাও রয়েছে হাওয়েলের। এছাড়া আবুধাবি টি-১০ লিগ টুর্নামেন্টে বাংলা টাইগার্সের জার্সিতে দেখা গিয়েছিল এই অলরাউন্ডারকে।

বেনি হাওয়েলকে দলে নেয়ার পর চট্টগ্রাম চেলেঞ্জার্স তাদের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে নিশ্চিত অরেছে তার দলে অন্তর্ভুক্ত হবার বিষয়টি।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হাওয়েলের একটি ছবি সংযুক্ত করে ওই পোস্টে লেখে, ‘’চ্যালেঞ্জার্সের ডেরায় এবার ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল! ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের চেনামুখ বেনি মূলত পেসার। কিন্তু, ডেথ ওভারে ব্যাট হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার। সে ভাবনা থেকেই বেনি হাওয়েলকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।”

এখন পর্যন্ত হাওয়েল খেলেছেন ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ব্যাট হাতে ১৯১৩ রান করা হাওয়েলের স্ট্রাইকরেট ১২৭ এর বেশি। সেই সাথে এই অলরাউন্ডার বল হাতেও নিয়েছেন ১৫৮টি উইকেট।

উল্লেখ্য, চট্টগ্রাম চেলেঞ্জার্স এর আগে আরও একজন বিদেশি ক্রিকেটার দলে নিয়েছিল। ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান কেনার লুইসকে দলে নিয়েছিল তারা। এছাড়া নিয়ম অনুযায়ী যে একজন দেশি ক্রিকেটার দলে নিতে পারবে ফ্র্যঞ্চাইজিগুলো সেই হিসেবে জাতীয় দলের নিয়মিত স্পিনার নাসুম আহমেদকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম। এখনও প্লেয়ার্স ড্রাফটের আগে একজন বিদেশি ক্রিকেটার দলে নেয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button