ক্রিকেট ফ্যাক্ট

আমি শতভাগ নিশ্চিত ছিলাম সাকিব ভালো করবে: হেরাথ

করোনা আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সাকিব আল হাসানের খেলা অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে শেষ মুহূর্তে নেগেটিভ হয়ে আবারও দলের সাথে যোগ দেন সাকিব। তবে দলের সাথে যোগ দিলেও হেড কোচ রাসেল ডমিঙ্গো সাকিবকে একাদশে রাখার পক্ষে ছিলেন না।

হেড কোচের যুক্তি ছিল কোভিড থেকে সেরে উঠলে ফিটনেসে ঘাটতি থাকতে পারে সাকিবের মধ্যে। তবে সব আলোচনার দুয়ার বন্ধ করে দিয়ে চট্টগ্রাম টেস্টের একাদশে যুক্ত হন সাকিব।

লম্বা সময় পর সাদা পোশাকে মাঠে নামা সাকিব অবশ্য প্রত্যাবর্তন করেছেন বেশ ভালো করেই। প্রথম দিনে সাকিব বল হাতে করেছেন ১৯ ওভার। যেখানে ৭ ওভার মেইডেন করার পাশাপাশি সর্বমোট তার হাত থেকে ব্যয় হয়েছে ২৭ রান। ধনঞ্জয়া ডি সিলভার উইকেটও তুলে নিতে সক্ষম হয়েছেন সাকিব।

এদিকে সাকিবের প্রত্যাবর্তনের ম্যাচের প্রথম দিন এমন বোলিং দেখে মুগ্ধ হয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। সাকিবের অনুশীলনে ঘাটতি থাকলেও তার উপর পূর্ণ আস্থা ছিল হেরাথের এমনটা জানিয়েছেন তিনি।

সাকিব থাকলে একাদশে ভারসাম্য বজায় থাকে মন্তব্য করে হেরাথ বলেন, ‘’তার মত সামর্থ্যবান খেলোয়াড় আমাদের খুব বেশি নেই। অনুশীলন ছাড়াই সে প্রথম বল থেকে নিজের মান ধরে রেখেছে। তার আত্মবিশ্বাস দারুণ। আজ বলও ভালো করেছে, সবচেয়ে ইকোনমিক্যাল বোলার ছিল। সাকিব দলে থাকলে দল ভারসাম্য খুঁজে পায়। ও না থাকলে আমাদের এমন কাউকে খুঁজতে হয় যে ব্যাটিং ও বোলিং দুইটাই পারে। আমি শতভাগ নিশ্চিত ছিলাম, সে প্রস্তুতি ছাড়াই ভালো করবে।‘’

প্রথম দিন শেষে স্পিনাররা নিয়েছেন সব কয়টি উইকেট। লঙ্কানদের যে চারজন ব্যাটার সাজঘরে ফিরে গেছেন সেখানে নাইম ২টি সাকিব ১টি এবং তাইজুল নিয়েছেন ১টি উইকেট। তাই স্পিনারদের প্রশংসাও ভেসে আসে হেরাথের কণ্ঠে।

হেরাথ যোগ করেন, ‘’সাকিব ও তাইজুল ভালো বল করেছে। নাঈমও দুটি উইকেট পেয়েছে। টেস্টের প্রথম দিন হিসেবে বোলারদের পারফরম্যান্সে আমি খুশি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button