আন্তর্জাতিক

“আমার জন্য, শর্ট এবং হার্ড লেন্থ বোলিং আমার শক্তি”

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই হাড্ডাহাডি লড়াই হোক সেটা ওয়ানডে কিংবা টি২০। টি২০ ফরম্যাটে এবারের এশিয়া কাপ হওয়ায় বিশ্ববাসি দেখলো ভারত-পাকিস্তানের শ্বাস রুদ্ধকর ম্যাচ।

১১৪ রান করে পাকিস্তান যখন হারায় ৭ উইকেট, সেইসময় ১২০ পেরোনো হয়ে উঠেছিলো তাদের জন্য অত্যন্ত কষ্টের। তবে ১২৮ রানে ৯ উইকেট পড়লে দাহানির লড়াকু ফিনিশিংয়ে ভারতের লক্ষ্য দাঁড়ায় ১৪৯ রানে।

তবে শক্তিশালী ভারতের জন্য রান সহজ হলেও বড় মঞ্চে কোন বিশেষ কিছু করে দেখাতে পারেনি ভারতের টপ অর্ডার। তবে ধীরগতিতে খেললেও শেষ ২ ওভারে হার্দিক পান্ডিয়া ও জাদেজার বিধ্বংসি ব্যাটিংয়ে ভারতের শেষ ওভারে প্রয়োজন ৭ রান।

তবে প্রথম বলেই নাওয়াজ জাদেজাকে ফেরান। এরপরের পরের ১ বলে সিঙ্গেল ও তারপরের বলে ডট। দরকার ৩ বলে ৬ রান। এমন মূহুর্তে নাওয়াজের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে ২ বল হাতে রেখেই শাসরুদ্ধকর জয় তুলে নেয়।

তবে শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ১৭ বলে ৩৩ রানের ক্যামিয়তেই এই ম্যাচ জিতে ভারত। শুধু ব্যাটিংয়ে নয়, বোলিংয়েও হার্দিক ছিলেন মিতব্যায়ি। হার্দিক ৪ ওভার বল করে মাত্র ২৫ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।

তাই এমন ম্যাচে ব্যাটিং ও বোলিং উভয়ে দলের জয়ে ভূমিকা রাখা হার্দিক হন ম্যাচ সেরা। ম্যাচ সেরা পুরষ্কার গ্রহনের সময় তিনি বলেন, “বোলিংয়ে, পরিস্থিতি মূল্যায়ন করা এবং আপনার অস্ত্র ব্যবহার করা গুরুত্বপূর্ণ। আমার জন্য, শর্ট এবং হার্ড লেন্থ বোলিং আমার শক্তি। এটি তাদের ভাল ব্যবহার করা এবং ব্যাটারদের ভুল করার জন্য সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করা সম্পর্কে। এইরকম একটা তাড়াতে, আপনি সবসময় ওভার-বাই-ওভারের পরিকল্পনা করেন। আমি সবসময় জানতাম যে একজন তরুণ বোলার এবং একজন বাঁহাতি স্পিনারও আছে।”

হার্দিক আরো বলেন, “শেষ ওভারে আমাদের দরকার ছিল মাত্র ৭ কিন্তু আমাদের যদি ১৫ রানের প্রয়োজন হয়, আমি নিজেকে কল্পনা করতাম। আমি জানি ২০তম ওভারে বোলার আমার চেয়ে বেশি চাপে আছে। আমি জিনিসগুলো সহজ রাখার চেষ্টা করি।”  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button