ফ্র্যাঞ্চাইজি লীগবিপিএল

‘আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো’- সুজন

বিপিএলের অন্যতম শক্তিশালী দল ফরচুন বরিশাল ক্রিকেটারদের স্কোয়াডে ভিড়িয়ে যেভাবে চমক দিয়েছে তেমনি কোচিং প্যানেল দিয়েও আলোচনার জন্ম দিয়েছে তারা। খালেদ মাহমুদ সুজন ও নাজমুল আবেদিন ফাহিমের মত কোচদেরকে দলের দায়িত্ব তুলে দেয়া হয়েছে বেশ আগেই।

বিপিএলের এবারের আসরে প্রথম দিকেই সাকিব আল হাসানকে দলে নিয়ে আলোচনায় উঠে এসেছে বরিশাল। এরপর ড্রাফটের আগে ক্রিস গেইল ও ড্রাফটের পর ডোয়াইন ব্রাভোর মত তারকাদের নিয়ে স্কোয়াড বেশ শক্তিশালী করেছে দলটি।

সম্প্রতি সাকিব আল হসান সাংবাদিকদের সাথে আলাপকালে নিজের প্রত্যাশার কথা বলতে গিয়ে জানিয়েছিলেন টুর্নামেন্টের শিরোপা জিতেই বরিশাল যেতে চান তিনি। সেই সাথে নিজেকে উজার করে দিয়ে সর্বোচ্চ পারফর্মটাই করবেন সাকিব এমনটাও জানিয়েছিলেন এই অলরাউন্ডার। ফরচুন বরিশালের অধিনায়কত্বের দায়িত্বও তুলে দেয়া হয়েছে সাকিবের হাতে।
এদিকে তারকা ঠাসায় দলটির কোচ খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের সাথে আলাপকালে জানিয়েছেন বরিশালের মত দলের সাথে কাজ করতে পেরে বেশ রোমাঞ্চিত তিনি। বিশেষ করে সাকিবের মত ক্রিকেটার যে দলে থাকবে সেখানে কাজ করাটাও বেশ সহজ হবে বলে মনে করছেন তিনি।

এর আগে বিপিএলে চার আসর জুড়ে ঢাকার ফ্র্যাঞ্চাইজির হয়ে সাকিবের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়ে সুজন বলেন, ‘’ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।”

এবারের আসরে মঠের মোমেন্টাম ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব বলেও মনে করছেন বরিশালের এই কোচ। সুজনের ভাষ্য, ‘’অনেক চিন্তাভাবনা করেই দল করেছি। তারপরও বলবো যে, প্রত্যেকটা দলই শক্তিশালী। আমরাও যথেষ্ট শক্তিশালী দল। মাঠের পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ যে আমরা মাঠে কতটা ভালো খেলছি, মোমেন্টাম কতটা ভালো থাকে। যদি ওরকম থাকে, তাহলে প্রথমবারের চ্যাম্পিয়ন হওয়ার মতো যথেষ্ট ভালো দল আমরা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button