আন্তর্জাতিক ক্রিকেটক্রিকেট ফ্যাক্ট

আইপিএল ক্যারিয়ারের শেষ বলে উইকেট নিয়েছিলেন যে ৩ ক্রিকেটার

ক্রিকেটবিশ্বে অন্যতম সেরা ঘরোয়া ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। বিশ্বের সব রথী মহারথীদের মিলনমেলায় পরিণত হয় যেন আইপিএলের প্রতিটি আসর। ব্যাট-বলের জমজমাট এই লড়াই দর্শকদের মনেও যোগান দেয় বাড়তি খোরাকের।

ইতোমধ্যে আইপিএলের ১৩টি আসর অনুষ্ঠিত হয়েছে, অপেক্ষা ১৪তম আসর শুরুর। মহামারী করোনার সময়েও থেমে থাকেনি আইপিএল যাত্রা। ঘরের মাঠে টুর্নামেন্ট আয়োজন সম্ভব না হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড সংযুক্ত আরব আমিরাতে ১৩তম আসর সফলভাবে আয়োজন করেছে। ক্রিকেটারদের বায়ো বাবলে রেখে টুর্নামেন্ট আয়োজনে বেশ মুন্সিয়ানা দেখিয়েছে ক্রিকেট বোর্ড।

আইপিএল ক্রিকেটারদের জন্য সবসময়ই বাড়তি পাওয়া। নিজেদের রেকর্ড বই লম্বা করার সুযোগ কাজে লাগিয়ে বোলার কিংবা ব্যাটসম্যান সবাই নিজেদেরকে নিয়ে যান অনন্য উচ্চতায়। আইপিএল ক্যারিয়ারের ইতিটাও স্বরণীয় করে রাখার আপ্রাণ চেষ্টা করেন ক্রিকেটাররা। এবার দেখে নেয়া যাক এমন তিনজন ক্রিকেটারের তালিকা যারা বল হাতে নিজের আইপিএল ক্যারিয়ারের শেষ বলে উইকেট তুলে নিয়েছিলেন। ৩। লাসিথ মালিঙ্গা

আইপিএলে একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন লাসিথ মালিঙ্গা। এখন পর্যন্ত এই লঙ্কান পেসার সর্বোচ্চ উইকেট শিকারি আইপিএলে। গত বছর ব্যক্তিগত কারন দেখিয়ে আইপিএল থেকে অবসর নেয়া মালিঙ্গা তার আইপিএল ক্যারিয়ারের শেষ বলে শারদুল ঠাকুরকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেছিলেন। আইপিএলে ১২২ ম্যাচ খেলা মালিঙ্গার দখলে রয়েছে ১৭০টি উইকেট। ৭.১৪ ইকোনোমি রেটে বল করা মালিঙ্গা ২০১৯ আইপিএল আসরে মুম্বই ইন্ডিয়ান্সকে ফাইনালে তুলেছিলেন। ২। অ্যাডাম গিলক্রিস্ট

মূলত একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ক্রিকেটবিশ্বে পরিচিতি রয়েছে সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রিস্টের। তিন কাঠির পেছনে তীক্ষ্ণ নজর রাখায় পারদর্শি এই ক্রিকেটার ব্যাট হাতেও ছিলেন দুর্দান্ত।

২০১৩ সালের আইপিএল আসরে গিলক্রিস্ট কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়কত্বের দায়িত্বে ছিলেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে গ্লাভস হাতে পেছনে না দাঁড়িয়ে ওই ম্যাচে ফিল্ডার হিসেবে মাঠে ছিলেন তিনি। তার ক্যারিয়ারের শেষ আইপিএলের শেষ ডেলিভারিতে প্রভিন কুমারকে সাজঘরে ফেরত পাঠিয়ে আইপিএলে একমাত্র উইকেটটি দখলে নেন গিলক্রিস্ট। উইকেট নেয়ার পর এই অজি তারকার ‘গ্যাংনাম স্টাইল’ ড্যান্স তখন আলোড়ন তুলেছিল গোটা টুর্নামেন্টেই। ১। অনিল কুম্বলে

একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল ক্যারিয়ারের শেষ বলে উইকেট নিয়েছিলেন টিম ইন্ডিয়ার সাবেক লেগস্পিনার অনিল কুম্বলে। দীর্ঘ সময় জাতীয় দলের হয়ে মাঠ মাতানো কুম্বলে আইপিএলের প্রথম তিন আসর রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে মাঠে নেমছিলেন। ২০০৯ সালে অনিল কুম্বলের নেতৃত্বেই বেঙ্গালোর রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল।

২০১০ সালে ডেকান চার্জার্সের বিপক্ষে প্লে অফে ওঠার ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০তে জায়গা করে নিয়েছিল বেঙ্গালোর। সেই ম্যাচে কুম্বলে ৩.৩ ওভার বল করে ১৬ রান খরচায় নিয়েছিলেন ৪টি উইকেট। আইপিএল ক্যারিয়ারের শেষ বলে প্রজ্ঞা ওঝাকে প্যাভিলিয়নে পাঠিয়েছিলেন কুম্বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button