আইপিএলফ্র্যাঞ্চাইজি লীগ

আইপিএলে সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতে সাকিব-মুস্তাফিজ

সারা বিশ্বে চলা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টের মধ্যে অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২২ আসরের নিলামের জন্য সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতে জায়গা হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান ও টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের।

আইপিএলের নতুন আসরকে সামনে রেখে নিলামের আগে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল। এই তালিকায় জায়গা দেয়া হয়েছে সর্বমোট ১২১৪ জন ক্রিকেটারকে। দেশি-বিদেশি মিলিয়ে এই তালিকায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেয়া হয়েছে।

আইপিএলের গত আসরে সাকিব আল হাসান ছিলেন সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরি ২ কোটি রুপির তালিকায়। এবারের আসরেও সাকিব রয়েছেন সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতেই। অন্যদিকে মুস্তাফিজুর রহমান গত আইপিএলে ছিলেন ভিত্তিমূল্য ১ কোটি রুপির ক্যাটাগরিতে। তবে এবারের আসরের জন্য মুস্তাফিজকে রাখা হয়েছে সর্বোচ্চ ২ কোটি রুপির ক্যাটাগরিতে সাকিবের সাথেই। ভিত্তিমূল্য ২ কোটি টাকা থাকলেও নিলাম থেকে সাকিব-মুস্তাফিজ দুজনের মূল্যই আরও বাড়তে পারে যদি একধিক ফ্র্যাঞ্চাইজি তাদেরকে স্কোয়াডে নিতে আগ্রহ প্রকাশ করে।

এক নজরে দেখে নেয়া যাক সর্বোচ্চ ২ কোটি রুপির ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা

সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মুজিব উর রহমান, ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, নাথান কোল্টার নাইল, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, স্যাম বিলিংস, সাকিব মাহমুদ, ক্রিস জর্ডান, ক্রেইগ ওভারটন, আদিল রশিদ, জেসন রয়, জেমস ভিঞ্চ, ডেভিড উইলি, মার্ক উড, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, কুইন্টন ডি কক, মার্চেন্ট ডি লাং, ফাফ ডু প্লেসি, কাগিসো রাবাদা, ইমরান তাহির, ফ্যাবিয়ান অ্যালেন, এভিন লুইস, ডোয়াইন ব্রাভো ও ওডেন স্মিথ।

সর্বোচ্চ মূল্যের ক্যাটাগরিতে থাকা ভারতীয় ক্রিকেটার: রবিচন্দ্রন অশ্বিন, যুযবেন্দ্র চাহাল, দীপক চাহার, শিখর ধাওয়ান, শ্রেয়াস আইয়ার, দীনেশ কার্তিক, ঈশান কিষাণ, ভুবনেশ্বর কুমার, দেবদূত পাড়িক্কাল, ক্রুনাল পান্ডিয়া, হার্শাল প্যাটেল, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, মোহাম্মদ শামি, শারদুল ঠাকুর, রবিন উথাপ্পা, উমেশ যাদব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button