আইপিএলফ্র্যাঞ্চাইজি লীগ

আইপিএলে যথেষ্ট সম্মান দেয়া হয়নি গেইলকে

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিস গেইল একটা সময় ছিলেন অবিচ্ছেদ্য অংশ হয়ে। ব্যাট হাতে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়ে অসংখ্য রেকর্ডও গড়েছেন এই ক্যারিবিয়ান তারকা।

একটা সময় গেইলকে ছাড়া আইপিএল কল্পনা করা না গেলেও এবারের আইপিএল আসরে নেই গেইলের নাম। কায়ারিবিয়ান এই তারকা বিপিএল খেলে গেলেও আইপিএলের নিলামে নামই দেননি গেইল। ঠিক কি কারনে আইপিএলের এবারের আসর থেকে নিজেকে সরিয়ে রেখেছেন তা জানিয়েছেন নিজেই।

গেইলের মতে আইপিএলের গত দুই আসরে তাকে প্রাপ্য সম্মান দেয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। ক্রিকেটের পরও যে জীবন রয়েছে তার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন বলেও জানান দ্য ইউনিভার্স বস খ্যাত গেইল।

ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব বলেন, ‘’গত দুই বছর ধরে আইপিএল যেভাবে চলছে, তাতে মনে হয়েছে আমার সঙ্গে সঠিক ব্যবহার করা হচ্ছে না। আমি ভাবলাম, যা হয়েছে আমার তো কিছু করার নেই। ক্রিকেট এবং আইপিএলে যথেষ্ট অবদান রাখার পরও কেউ যদি প্রাপ্য সম্মান না দেয়, তাহলে ঠিক আছে! নিজের নাম নিলামের তালিকায় দেখার জন্য আকুল নই। সেজন্য ছেড়ে দিয়েছি। ক্রিকেটের পরও তো জীবন থাকবে। আমি এই অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।‘’

আইপিএলে এর আগে কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালোর ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠ মাতিয়েছিলেন গেইল। আইপিএলের এবারের আসরে গেইল না খেললেও আগামী আসরে আবারও যদি ফ্র্যাঞ্চাইজিগুলো চায় তাহলে খেলতে চান তিনি এমনটাও জানিয়েছেন।

বেঙ্গালোরের জার্সিতেই আইপিএল বেশি উপভোগ করেছেন জানিয়ে গেইলের ভাষ্য, ‘’আগামী বছর আমি আইপিএলে ফিরব, যদি ফ্র্যাঞ্চাইজিগুলো চায়। আমি আইপিএলে কলকাতা, ব্যাঙ্গালোর ও পাঞ্জাবের হয়ে খেলেথছি। পাঞ্জাব ও ব্যাঙ্গালোরের হয়ে খেতাব জিততে চাইব। ব্যাঙ্গালোরের জার্সিতেই আইপিএলে সবচেয়ে বেশি সফল হয়েছি। পাঞ্জাবের হয়েও রেকর্ড ভালো। আমি চ্যালেঞ্জ ভালোবাসি। নিজেকে পরখ করে দেখতে চাই। দেখা যাক কী হয়!’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button