আন্তর্জাতিক ক্রিকেট

অন্য রকম সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে কোহলি

গত তিন বছর ধরে ভিরাট কোহলির ব্যাটে নেই সেঞ্চুরির দেখা, সবমিলিয়ে নামের পাশে ৭০ সেঞ্চুরিতেই আটকে আছেন। এশিয়া কাপে আক্ষেপ ঘুচানো সেঞ্চুরির দেখা পাবেন কীনা সেটা সময়ই বলে দেবে। তবে আজ (২৮ আগস্ট) পাকিস্তানের বিপক্ষে মাঠে নামলেই অন্যরকম এক সেঞ্চুরি হবে ভারতীয় তারকার।

ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাম লেখাবেন ১০০ ম্যাচ খেলাদের ক্লাবে। আর তাতে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেব তিন ফরম্যাটেই ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়বেন সময়ের অন্যতম সেরা ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির পথ চলা শুরু ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। ৫০ এর বেশি গড়ে ৯৯ ম্যাচে তার নামের পাশে রান ৩৩০৮। ক্যারিয়ারের ৭০ সেঞ্চুরি হাঁকানো কোহলি অবশ্য আন্তর্জাতি ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে হাঁকাতে পারেননি সেঞ্চুরি।
২০১৯ সালে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হায়দ্রাবাদের গিয়েছেন খুব কাছে। তবে ৫০ বলে ৯৪ রানে অপরাজিত থেকেই সন্তুষ্ট হতে হয়। ক্যারিয়ারে হাঁকিয়েছেন ৩০ টি ফিফটি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দিয়েও দারুণ সফল কোহলি। ২০১৭ থেকে ২০২০ এই সময়কালে তার অধীনে ৫০ ম্যাচ খেলে ভারত। তাতে ৩০ জয়ের বিপরীতে হেরেছে ১৬ টি।

চলতি বছর জুনে সর্বশেষ আন্তর্জাতি ক্রিকেট খেলেন এই তারকা ব্যাটার। এরপর অবশ্য এক মাস ছুটি নেন, যাননি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে। ফলে বিরতি কাটিয়ে এশিয়া কাপ দিয়েই ফিরছেন কোহলি। ফেরার ম্যাচেই পাচ্ছেন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। বাংলাদেশ সময় আজ রাত ৮ টায় দুবাইতে মুখোমুখি হবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button