অধিনায়ক থাকবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে মুমিনুলকেই

বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সাম্প্রতিক সময়ে নেই ফর্মে। অধিনায়কের দায়িত্বে থাকলেও রানখরায় ভুগতে থাকা এই ব্যাটার যেন নিজেকে হারিয়ে খুঁজছেন লম্বা সময় ধরেই।
ঘরের মাঠ কিংবা বাইরে কোথাও হাসছে না মুমিনুলের ব্যাট। সর্বশেষ নয় ইনিংসে তার ব্যাট থেকে আসেনি দুই অঙ্কের কোনো রান। সেই সাথে ছিল ডাকের ছড়াছড়ি। অফফর্মে থাকলেও মুমিনুল হরহামেশাই জানিয়ে যাচ্ছেন তার ফর্ম নিয়ে চিন্তিত নন তিনি।
সাদা পোশাকে দেশের হয়ে সর্বোচ্চ ১১টি শতক হাঁকানো এই ব্যাটার দ্রুতই ফর্মে ফিরবেন সম্প্রতি এমন আশাও ব্যক্ত করেছেন কোচ থেকে শুরু করে বোর্ড প্রেসিডেন্ট। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অবশ্য মুমিনুলকে পরামর্শ দিয়েছেন অধিনায়কত্ব ছাড়ার।
সুজনের মত একই কথা জানিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি মনে করছেন অধিনায়কত্বের চাপ সামলাতে না পেরেই মুমিনুলের এই হাল। তবে এখনই অধিনায়কত্ব ছাড়বেন কিনা সেই সিদ্ধান্ত মুমিনুল নিজেই নিবেন বলে মনে করেন জালাল ইউনুস।
বিসিবির অপারেশন্স কমিটির প্রধানের ভাষ্য, ‘’আমার মনে হয়, হ্যাঁ অধিনায়কত্ব একটা বাড়তি চাপ। অধিনায়ক হয়ে যখন রান করতে পারছে না তখন কারো পরামর্শ চাইতে হয়ত ইতস্তত বোধ করছে। একটা হীনমন্যতা থাকতে পারে। তখন চাপটা বেশি হয়ে যাচ্ছে। এর প্রভাব পড়তে পারে। কোনটা হলে ভালো হয় সে সিদ্ধান্ত নিলে ভালো।‘’
মুমিনুলের এমন অবস্থার পর বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন তার সাথে আলোচনায় বসবে বোর্ড। ইতোমধ্যে একদফা কথা হয়ে গেলেও তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হবে কিনা সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বোর্ড।
আবারও আলোচনার পর বাকি সিদ্ধান্ত নেয়া হতে পারে এমন আভাস দিয়ে জালাল ইউনুস যোগ করেন, ‘’এটাও সভাপতি সাহেব কিছুদিন আগে পরিষ্কার করেছেন। মুমিনুলের সাথে শুধু আমরাই না, সভাপতি সাহেবও বসবেন। উনি বসেছিলেন তার সাথে কথা হয়েছে। হয়ত আর একটু কথা বলা বাকি আছে। উনি দেশের বাইরে বলে তা সম্ভব হচ্ছে না। আসার পর বসবেন।‘’