ক্রিকেট ফ্যাক্ট

৬ উইকেট নিয়ে সফলতার রহস্য জানালেন নাইম

১৫ মাস পর জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে নেমেছেন নাইম হাসান। এই অফস্পিনার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের স্কোয়াডে প্রথমে ডাক না পেলেও মেহেদি হাসান মিরাজের ইনজুরির কারণে স্কোয়াডে অন্তর্ভুক্ত হন নাইম। আর এতেই বাজিমাত হয় এই স্পিনারের। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে তিনি তুলে নিয়েছেন ৬ উইকেট। বলতে গেলে একাই ধসিয়ে দিয়েছেন লঙ্কানদের ব্যাটিং লাইনআপ।

এদিকে ম্যাচের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে নাইম জানালেন ইনজুরির সময়টাতে নিজেকে প্রস্তুত করেছেন নাইম। তিনি বলেন, ‘’ইনজুরির সময়টা নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি। তখন দলের সঙ্গে ছিলাম আমি, খেলার সুযোগ হয়নি। মিরাজ ভাই খুব ভালো খেলছিল, যেটা সত্যি কথা। ব্যাটিং, বোলিং ভালো করছিল, ওই জন্যই তো সুযোগ পাইনি। ইনজুরির সময় আমার চেষ্টা ছিল নিজেকে ধরে রাখার, প্র্যাকটিস করে প্রস্তুতি নিয়ে রাখা, যেন যখন সুযোগ আসে তখন ভালো খেলতে পারি।‘‘

মিরাজের ইনজুরিতে পড়ার কারণে তার নিজেরও খারাপ লাগছে জানিয়ে নাইম বলেন, ‘’আসলে আমার ওরকম কোনো কিছু চিন্তা ছিল না। আমার চিন্তা ছিল যখন মিরাজ ভাই ইনজুরিতে পড়ছে তখন খারাপ লাগছে। যখন খেলেছি, চিন্তা ছিল আমি শতভাগ এফোর্ট দেবো, দিনশেষে ফল যাই আসুক যেন বলতে পারি শতভাগ এফোর্ট দিয়েছি।‘’

বল হাতে এমন পারফরম্যান্সের পর দলে নিয়মিত হওয়ার বার্তা দিয়ে রেখেছেন কিনা এমন প্রশ্নের জবাবে নাইম যোগ করেন, ‘’আসলে ওটা তো টিম ম্যানেজমেন্টের ব্যাপার। সুযোগ পেলে খেলাটা আমার দায়িত্ব। এখন যদি আমাকে খেলায় চেষ্টা থাকে শতভাগ এফোর্ট দেওয়ার, ভালো খেলার। টিম ম্যানেজমেন্ট খেলাবে নাকি খেলাবে না এটা তো উনাদের সিদ্ধান্ত।‘’

‘’আসলে আমি তো যখন টিমের সঙ্গে ছিলাম না, শেষ দুই সিরিজ। এর আগে তো ছিলাম। তখন আমি বিসিএল খেলছিলাম, এরপর তো আবার বিপিএল শুরু হলো। তারপর আবার বাংলা টাইগার্সের ক্যাম্পে চলে গিয়েছিলাম। সবমিলিয়ে গ্যাপটা হয়নি।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button