
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে শ্রীলঙ্কা ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রানে থেমেছে। ক্রিজে অপরাজিত অ্যাঞ্জেলো ম্যাথিউস ইতোমধ্যে সেঞ্চুরি হাঁকিয়েছেন। আরেক ব্যাটার কুশল মেন্ডিস খেলেছেন ৫৪ রানের দুর্দান্ত ইনিংস।
প্রথম দিনের খেলা শেষে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন দ্বিতীয় দিনে অন্তত ৫০০ রান করে তবেই থামতে চায় তার দল। উইকেট বিবেচনায় ৪০০ থেকে ৫০০ রান ভালো স্কোর হতে পারে বলেও মন্তব্য মেন্ডিসের।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মেন্ডিস বলেন, ‘’প্রথম দিনে ২৫৮ রান বেশ ভালো স্কোর। উইকেট খুব ভালো। ৪০০ বা ৫০০ রান এখানে ভালো স্কোর হতে পারে। কালকে আমরা চাইব ৫০০ ছাড়াতে।‘’
সাগরিকার উইকেটের সাথে নিজ দেশ শ্রীলঙ্কার উইকেটের মিল খোঁজার চেষ্টা করেছেন মেন্ডিস। স্পিনার কিংবা পেসার দুইদিন থেকেই দেখেশুনে খেলা সম্ভব ভলে মনে করছেন এই ব্যাটার। সময়ের সাথে সাথে কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার প্রত্যও ব্যক্ত করেন কুশল মেন্ডিস।
লঙ্কান এই ব্যাটার যোগ করেন, ‘’আমি মনে করি এখানকার পিচ অনেকটা শ্রীলঙ্কান কন্ডিশনের মতো। স্পিনার ও পেসাররা প্রায় একই রকম। আমি বাংলাদেশের স্পিনার ও পেসারদের সামলাতে পারি কিন্তু তবুও কিছু সময় আউট হয়ে যাই। যদিও আমি মনে করি আমরা এটা মানিয়ে নিতে পারবো।‘’
ম্যাচ শুরু আগেরদিন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে জানিয়েছিলেন চট্টগ্রামের উইকেট থেকে বোলারদের উইকেট তুলে নিতে বেশ বেগ পেতে হবে। তার সাথে যেন একই কথায় সুর মিলালেন মেন্ডিসও। তার মতে এই ধরণের উইকেটে ব্যাটাররা খেলতে বেশ অভ্যস্ত।
মেন্ডিসের ভাষ্য, ‘’আমার ধারণা এখানকার পিচ ব্যাটারদের জন্য দারুণ। পেসাররা উইকেট টু উইকেট বল করেছে কিন্তু আসলেই এই পিচে তাদের জন্য কিছুই নেই। তারা ভালো বল করেছে কিন্তু এই পিচে এমন পেস বোলিংয়ে ব্যাটাররা অভ্যস্ত।‘’