আন্তর্জাতিক ক্রিকেট

১৫ কোটি রুপিতে আইপিএলে নতুন দলে রশিদ খান

১৫ কোটি রুপিতে আইপিএলের নতুন দলে নাম লিখালেন লেগি রশিদ খান। আইপিএলের এবারের আসরে অংশ নেবে ১০টি দল, যেখানে এতদিন ৮টি দল লড়ত শিরোপার জন্য। নতুন করে এইবার দুই দল যুক্ত হয়েছে আহমেদাবাদ ও লক্ষ্ণৌর ফ্র্যাঞ্চাইজি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসরে পুরানো টিম সানরাইজ হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যাবে না এইবার রশিদ খানকে। আফগান এই স্পিন যাদুঘর নাম লিখিয়েছেন আইপিএলের নতুন দল আহমেদাবাদে।

নতুন ফ্র‍্যাঞ্চাইজি আহমেদাবাদ ইতোমধ্যে নিয়ম মেনে তাদের দলে ৩ ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করেছে। আর এদেরই একজন রশিদ। রশিদ ছাড়া বাকি ২ ক্রিকেটার হলেন ইন্ডিয়ান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ওপেনিং ব্যাটসম্যান শুবমান গিল।

নতুন এই দলটি ইতোমধ্যে কোচিং স্টাফদের নামও চূড়ান্ত করে ফেলেছে। প্রধান কোচ হিসেবে যোগ দিচ্ছেন কোচ গ্যারি কারস্টেন, তিনি একজন সফল কোচ, জিতিয়েছেন ভারতকে বিশ্বকাপ। দলটির পেস বোলিং কোচ হিসেবে থাকছেন দেশি আশিষ নেহরা। কোচিং প্যানেলে আরও সঙ্গে থাকবেন সাবকে ইংলিশ ব্যাটসম্যান ভারতীয় বংশগত ভিক্রম সোলাঙ্কি, আহমেদাবাদের টিম ডিরেক্টর হিসেবে থাকবেন এই ভিক্রম।

নতুন দুটি দলের রিটেইন ক্রিকেটারের নাম ঘোষণা করতে ২২ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দিয়েছে বিসিসিআই। সেই ধারাবাহিতায় গতকাল রিটেইন প্লেয়ার তিন জনের নাম নিশ্চিত করেছে। আহমেদাবাদ তাদের রিটেইন ক্রিকেটারদের মধ্যে ১৫ কোটি রুপিতে অলরাউন্ডার হার্দিক ও লেগি রশিদ খানকে দলে নিচ্ছে। আর কলকাতার সৈনিক শুভমান গিলকে ৭ কোটি রুপির বিনিময়ে দলে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button