ক্রিকেট ফ্যাক্ট

১৪ পেসার ও ৪ স্পিনার নিয়ে এইচপি ক্যাম্পের স্কোয়াড ঘোষণা

সাম্প্রতিক সময়ে দেশে কিংবা দেশের বাইরে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছেন পেসাররা। তাসকিন,শরিফুল, মুস্তাফিজদের সাথে এবাদত কিংবা খালেদ আহমেদরাও দেখিয়েছেন গতির ঝলক। ফলে বাংলাদেশ দলে একটা সময় যে স্পিননির্ভরতা কাজ করতো তা এখননেকটাই কেটে গেছে বলা যায়। সেই পরিকল্পনা সামনে রেখেই তরুণ পেসারদের পরিচর্যা করতে হাই পারফরম্যান্স ইউনিটের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। যেখানে ঠাই মিলেছে অন্তত ১৪ জন পেসারের।

২৭ জন ক্রিকেটার নিয়ে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। যার কার্যক্রম শুরু হবার কথা রয়েছে আগামী ১৪ই মে থেকে। হাই পারফরম্যান্স দলের ক্যাম্পের জন্য নির্ধারণ করা হয়েছে তিনটি ভেন্যু। চট্টগ্রাম কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে সিলেট। এই তিন ভেন্যুতেই ক্যাম্প করবে হাই পারফরম্যান্স দল।

সবকিছু ঠিক থাকলে ১৫ই মে থেকে ১ জুন পর্যন্ত কক্সবাজারে ফিটনেস ও বোলিং ক্যাম্প চলবে। এরপর ২ থেকে ৬ জুন পর্যন্ত সিলেটে স্কিল ক্যাম্প চলার কথা রয়েছে। সিলেট থেকে চট্টগ্রামে গিয়ে সেখানে স্কিল ক্যাম্প করার কথা রয়েছে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

২৭ সদস্যের হাই পারফরম্যান্স দলে রয়েছেন ৮ জন ব্যাটার, ৫ জন স্পিনার, ১৪ জন পেসার এবং একজন উইকেটরক্ষক।

ঘোষিত এই স্কোয়াডে মূলত গুরুত্ব দেয়া হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটারদের। সেই সাথে তরুণ অন্যান্য ক্রিকেটারদেরও জাতীয় দলের জন্য প্রস্তুত করার লক্ষ্যেই করা হচ্ছে এই ক্যাম্প।

এক নজরে দেখে নেয়া যাক ২৭ সদস্যের হাই পারফরম্যান্স স্কোয়াড।

ব্যাটার: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আইচ মোল্লা, আকবর আলী (উইকেটরক্ষক)।

পেসার: শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হোমাম্মদ এনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান।

স্পিনার: রকিবুল হাসান, হাসান মুরাদ, মোহাম্মদ রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button