আন্তর্জাতিক ক্রিকেট

১২৯ রানে থামল টাইগারদের প্রথম ইনিংস

১ম টেস্টে ঐতিহাসিক জয়ের পর ক্রাইসচার্চে ২য় টেস্টে গতকাল (৯ জানুয়ারী, ২০২২ইং) টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৩৪৯ রান করে প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় দিনে ৫২১ রানে ম্যাচ ডিক্লেয়ার করে কিউইরা। কিউইদের পাহাড়সমূহ ইনিংসে অধিনায়ক টম ল্যাথেম করেন ২৫২ রান, কনওয়ে করেন ১০৯ রান, টম ব্লান্ডেল করেন ৫৭ রান এবং উইল ইয়ং করেন ৫৪ রানের ইনিংস। কিউইদের আক্রমনাত্বক ইনিংসে ২ উইকেট করে নেন শরিফুল এবং এবাদত। আর টম ল্যাথেম’র উইকেট নিয়ে ১ উইকেট শিকার করেন অধিনায়ক মমিনুল।

এরপর বড় রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ওপেনিংয়ে নামেন টেস্ট অভিষিক্ত ক্রিকেটার নাইম শেখ ও সাদমান ইসলাম। দলের রান যখন মাত্র ৭, তখন ৭ রান করে বিদায় নেন সাদমান। এরপর টেস্টের প্রথম ম্যাচে ০ রান করে সাজঘরে ফিরলেন নাঈম শেখ। এরপর আউট ৪ রান করে আউট হন শান্ত, ০ করেন মমিনুল।। এই ৩ জনই আউট হোন দলের ১১ রানের মাথায়। ১১ রানে ৪ উইকেট হারিয়ে বিপর্যস্ত টাইগারদের ব্যাটিং ইনিংস। এরপর ২৭ রানের মাথায় আবার ৮ রানে আউট হোন লিটন দাস। এরপর ৬০ রানের একটি পার্টনারশিপ গড়েন ইয়াসির-নুরুল। দলের রান যখন ৮৭, তখন ৪১ রান করে আউট হন কিপার নুরুল হাসান সোহান। অপর প্রান্তে টিকে থাকেন ইয়াসির রাব্বি। এরপর মেহেদি মিরাজ ৫ রান পরে ফিরেন যখন দলের রান ১০৯। এরপর ব্যাটিং করতে নামেন তাসকিন আহমেদ।

এরপর টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন ইয়াসির রাব্বি। অপর দিকে ২ রান করার পর ছক্কা হাকাতে গিয়ে আউট হন তাসকিন আহমেদ যখন দল ১১৮ রানে। ইয়াসির রাব্বিকে সঙ্গ দিতে নামেন শরিফুল। তবে তারপর পরেই জেমিসনের বলে ক্যাচ আউট হয়ে ফিরেন ৫৫ রান করা ইয়াসির রাব্বি। শরিফুলের অপর প্রান্তে নামেন এবাদত। এরপর ট্রেন্ট বোল্টের অসাধারন ইন সুইংয়ে শরিফুল কে বোল্ড করেন ট্রেন্ট বোল্ট। ১২৯ রানে অল-আউট হয়ে থামে টাইগারদের ইনিংস।
টাইগারদের ইনিংসে ক্যারিয়ারের ৩০০ তম উইকেটের পাশাপাশি নবম বারের মত ৫ উইকেট পান ট্রেন্ট বোল্ট। এছাড়া ৩ উইকেট শিকার করেন টিম সৌদি ও ২ উইকেট তুলে নেন কাইল জিমিসন। পাশাপাশি ৪ টি মেইডেন ওভার করেন সৌদি ও ৩ টি করে মেইডেন ওভার করেন জিমিসন ও বোল্ট।

শেষ পর্যন্ত ফলো অন এড়াতে ব্যার্থ হন টাইগাররা। তবে ২য় ইনিংসে ৩৯৫ রানের পর যত রান করবে টাইগাররা তত রান টার্গেট হবে কিউইদের। ৩৯৫ রানের মাধ্যমে ইনিংসে ব্যাবধানে হারের লজ্জাটা এড়াতে চাইবে টাইগাররা। আর ২য় ইনিংসে ব্যাটিং করতে এসে টাইগারদের লক্ষ্য থাকবে দুর্দান্ত খেলার মাধ্যমে বড় রান পাওয়া এবং বোলারদের ভূমিকা থাকবে কিউইদের প্রথম টেস্টের মত এই টেস্টেও খুব অল্প রানে আউট করা। তবেই সম্ভব টাইগারদের ২য় ম্যাচ জয় করা এবং ঐতিহাসিক সিরিজ জেতা। যদিও এটি অসম্ভব। কিন্তু টাইগারদের দুর্দান্ত পারফর্মেন্স করতে পারে এই অসম্ভব সাধনের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button