বাংলাদেশ ক্রিকেট

ঢাকা টেস্ট হারের পরও ব্যাটারদের প্রশংসা করলেন মুমিনুল

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে হেরে বসেছে বাংলাদেশ। ঢাকা টেস্ট বাঁচানোর সুযোগ থাকলেও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা।

এই ম্যাচে প্রথম দিনে টস জিতে ব্যাটিং করতে নামা পাকিস্তান দল গোটা দিনের খেলা শেষ হয়নি আলোকস্বল্পতার কারনে। দ্বিতীয় দিনে মাত্র ৬ ওভারের মত খেলা হলে বাগড়া দেয় বৃষ্টি। অসময়ের বৃষ্টি দ্বিতীয় দিন ও তৃতীয় দিনের খেলা মিস করার সাথে চতুর্থ দিনেও ম্যাচ শুরুই হয় এক ঘণ্টা পর।

তবে চতুর্থ দিনে এসে পাকিস্তানের বোলারদের কাছে যেনা আবারও প্রথম ইনিংসের পুনরাবৃত্তি দেখালো টাইগার ব্যাটাররা। শেষ সময়ে অবশ্য লড়াই চালিয়ে গিয়েছিলেন সাকিব, মুশফিক, লিটনরা। সেই লড়াইয়ে শেষ রক্ষা না হলে দল হেরেছে ইনিংস ও ৮ রানের ব্যবধানে।

দলের এমন পরাজয়ের পরও অধিনায়ক মুমিনুল হক প্রশংসা করেছেন দলের ব্যাটারদের। বাজে শট খেলে আউট হওয়া কিংবা মুশফিক ও তার নিজের রানআউট হওয়াকে দুর্ভাগ্যজনক হিসেবেই আখ্যা দিচ্ছেন তিনি।

ম্যাচ পরুবর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘’আমার রানআউটটা সিলি মিস্টেক। তাড়াহুড়া করে রান নেওয়া আমার উচিৎ হয়নি। আমার আউটটা খুব বাজে ছিল। এমন সময়ে এসব রান না নেওয়া ভালো। তবে সবাই কিন্তু মারতে গিয়ে আউট হয়নি। মুশফিক ভাই, লিটনকে আমি সমর্থন করব। (বাংলাদেশের প্রথম ইনিংসে) তখন বল অনেক ঘুরছিল। মুশফিক ভাই স্কয়ার দ্যা উইকেটে মেরেছিল, দুর্ভাগ্যবশত কানেক্ট হয়নি। লিটন ডাউন দ্যা উইকেটে যেটা মেরেছিল, বলটা দুর্ভাগ্যবশত সোজাসুজি গেছে।‘’

এমন উইকেট ব্যাটারদের জন্য কঠিন হলেও তাকে অযুহাত হিসেবে দাঁড় করাতে চান না অধিনায়ক। মুমিনুল আরও বলেন, ‘’এসব উইকেটে বেশি রক্ষণাত্মক খেলাও কঠিন… খুব বাজে একটা দিন ছিল, বিশেষ করে গতকাল। এক সেশনে ৭ উইকেট হারিয়ে ফেলেছি। এখানে অজুহাত দেওয়ার কিছু নেই। আমরা খুব বাজে ব্যাটিং করেছি। এখানে ভালো করা খুব কঠিন। তবুও দ্বিতীয় ইনিংসে মুশফিক ভাই, লিটন, সাকিব ভাই চেষ্টা করেছে।‘’

মুশফিকের আউটকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মুমিনুল যোগ করেন, ‘’যে ফরম্যাটেই খেলুন না কেন, রান গুরুত্বপূর্ণ। শুধু ড্র এর জন্য খেলা বা রক্ষণাত্মক খেলা কঠিন। রান তো নিতে হবে। মাঝেমধ্যে হয়ত ভুল বোঝাবুঝি হয়। মুশফিক ভাইয়ের আউটটা দুর্ভাগ্যজনক ছিল। ব্যাটটা একটু নিচে থাকলে বেঁচে যেতে পারত।‘’

‘’সাকিব ভাই ও মিরাজ ব্যাটিংয়ের সময় চাপ কাটিয়ে উঠেছিল। চাপের কারণে এমন হয়েছে এমন কিছু আমার মনে হয় না। শট সিলেকশনে হয়ত সমস্যা ছিল। ও বেশি রক্ষণাত্মক ছিল, এ কারণে আউট হয়। ইতিবাচক থাকলে ব্যাট ঠিকমত লাগত।‘’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button